এই ফিচারটির একটি সমস্যা হল এনক্রিপ্ট করা চ্যাট চালু করার পরে, ইউজাররা আগের মতো সেই চ্যাট দেখতে পাবেন না। একই সঙ্গে, ফিচারগুলি রেগুলার চ্যাটের তুলনায় কিছুটা কমে যাবে। এমন পরিস্থিতিতে যে সকল ইউজার ফেসবুকের মেসেঞ্জার কম ব্যবহার করেন, তাঁদের এই ফিচারটি ব্যবহার করতে অসুবিধা হবে।
আরও পড়ুন - Lifestyle Tips: শীত তো পালাল, কাচাকাচির চক্কর ছাড়াই পরিষ্কার করে তুলে ফেলুন লেপ -কাঁথা
advertisement
তবে এখন এটির পরিবর্তন হতে চলেছে। কারণ, ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে যে, কোম্পানি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটে অনেক নতুন ফিচার যুক্ত করতে চলেছে। এর ফলে বদলে যেতে চলেছে ফেসবুকের মেসেঞ্জার।
আরও দেখুন -
ফেসবুকের মেসেঞ্জারের নতুন ফিচারের মধ্যে রয়েছে চ্যাট মিম, কাস্টম চ্যাট ইমোজি, রিয়্যাকশন, গ্রুপ প্রোফাইল ফটো, লিঙ্ক প্রিভিউ এবং অ্যাকটিভ স্টেটাস। এছাড়াও, যখন নতুন বার্তাগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটে চলে আসবে, তখন একটি অ্যান্ড্রয়েড পপ-আপও সেখানে উপস্থিত হবে৷
ফেসবুকের মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটে নতুন ফিচার থাকা ভাল নিঃসন্দেহে। কিন্তু তার পরও এটি ডিফল্ট হিসাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো অনুভূতি দিতে সক্ষম হবে না বলেই জানা যাচ্ছে।
এর জন্য ফেসবুকের পক্ষ থেকেও চেষ্টা চলছে। ফেসবুকের তরফে জানানো হয়েছে যে, ডিফল্ট হিসাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করার পরীক্ষা চলছে। অর্থাৎ, আগামী মাসে কিছু ফেসবুকের ইউজার এই বিজ্ঞপ্তি পেয়ে যেতে পারেন। তাঁদের চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশনে আপগ্রেড করা হয়েছে। কিন্তু সঠিক তারিখ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
ফেসবুকের তরফে জানানো হয়েছে যে, সেই সকল ইউজার নির্বাচন করা হবে র্যান্ডম পদ্ধতিতে। ফেসবুকের তরফে জানানো হয়েছে যে, সারা বিশ্বের লাখ লাখ মানুষ মেসেঞ্জারের এই ফিচারের সুবিধা পাবেন।
ইউজাররা যদি এখনই ফেসবুক মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট করতে চান, তাহলে যাঁর সঙ্গে কথা বলতে চান, সেই চ্যাটে যেতে হবে। তারপর মেনু থেকে সিক্রেট কনভারসেশন নির্বাচন করতে হবে।