Lifestyle Tips: শীত তো পালাল, কাচাকাচির চক্কর ছাড়াই পরিষ্কার করে তুলে ফেলুন লেপ -কাঁথা
- Published by:Debalina Datta
Last Updated:
Lifestyle Hacks: সারাদিনের কাজ করে করে হাল খারাপ এবার আবার কম্বল কাচা! রইল কম্বল -লেপ পরিষ্কারের সহজ টিপস...
advertisement
advertisement
advertisement
ভেজা কাপড় দিয়ে পরিষ্কার:এবার আসা যাক কম্বলে ময়লা হলে কী করতে হবে সে কথায়। কম্বলে কাচা যাবে না। কিন্তু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। সুতির কাপড় হালকা ভিজিয়ে নিলেই হবে। তবে খেয়াল রাখতে হবে, ফ্যাব্রিক যেন অতিরিক্ত ভিজে না যায়, তাহলে ফ্যাব্রিক নষ্ট হয়ে যাবে। সুতির কাপড় অল্প ভিজিয়ে শুকনো শুকনো করে পুরো কম্বলটা মুছে নিতে হবে। তাহলেই সব ধুলো-ময়লা পরিষ্কার হয়ে যাবে। Photo- Representative
advertisement
ছোট কম্বল কেচে নেওয়া যায়:বড় কম্বলে না কাচলেও ছোট কম্বল অনায়াসে কেচে নেওয়া যায়। ওয়াশিং মেশিনে অর্ধেক ঠান্ডা এবং অর্ধেক গরম জল মিশিয়ে মিনিট দশেক রাখলেই ময়লা পরিষ্কার হয়ে যাবে। চাইলে ডিটারজেন্টও ব্যবহার করা যায়। তবে এর জন্য পরিমাণের দিকে খেয়াল রাখা প্রয়োজন। এর পর পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিলেই হল। Photo- Representative
advertisement