সিম-ফ্রি Pixel 10 কি শীঘ্রই বাজারে আসছে?
এই গুজবের বিষয়ে বিশদ তথ্য এসেছে Evan Blass-এর মাধ্যমে। যা EvLeaks নামেও পরিচিত। এক্স প্ল্যাটফর্মে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে বলা হয়েছে যে, Pixel 10, 10 Pro এবং 10 Pro XL-এ রেগুলার সিম ট্রে থাকবে না। বরং এই ফোনগুলি eSIM কানেক্টিভিটি সাপোর্ট করবে। তবে Blass এ-ও উল্লেখ করেছেন যে, Pixel 10 Pro Fold মডেলে উভয় সিম অপশনই থাকবে।
advertisement
তিনি আরও জানিয়েছেন যে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেই eSIM মডেলগুলিকে সীমাবদ্ধ রাখতে পারে Google। যেটা আগে Apple করেছিল। কারণ বিগত কয়েক বছর ধরে হোম মার্কেটে Apple-এর iPhone-গুলি eSIM মডেলেরই রাখা হচ্ছে। তবে Google-আসল পরিকল্পনা কী, সেটা জানার জন্য আমাদের আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। চলতি বছরে Pixel 10 মডেলের দুটি আলাদা আলাদা ভার্সন তারা করবে কি না, সেটাও দেখার বিষয়।
তবে আগামী আরও কয়েক বছরের জন্য ভারত, ইউরোপ এবং অন্যান্য দেশের বাজারে রেগুলার Pixel 10 ভ্যারিয়েন্টই রাখবে Google। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, আগামী ২০ অগাস্ট ২০২৫ তারিখে নিউ ইয়র্কে লঞ্চ হতে চলেছে Google Pixel 10 সিরিজ। আমাদের আশা, সংশ্লিষ্ট সংস্থাটি নতুন চারটি Pixel মডেল নিয়ে আসবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে Pixel 10 Pro Fold ভার্সনও। আরও কিছু প্রোডাক্ট লাইন-আপও থাকতে পারে Google-এর। এর পাশাপাশি এই সমস্ত ডিভাইসে নতুন Android 16 ভার্সন এবং Gemini AI নিয়েও আপডেট থাকতে পারে।