Closure of Second Hooghly Bridge: শুরু হবে মেরামতির কাজ! শনিবার রাত থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে খুলবে? কোন পথে হবে যান চলাচাল? জানুন জরুরি খবর

Last Updated:

Closure of Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজের কারণে ১৬ অগাস্ট অর্থাৎ আগামী শনিবার রাত ৯ টা থেকে ১৭ অগাস্ট রবিবার রাত পর্যন্ত যান চলা নিয়ন্ত্রণ করা হবে। এই সময় হুগলি সেতুতে ব্যবহারকারী যান ঘুরপথে চলাচল করবে। 

News18
News18
কলকাতাঃ দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজের কারণে ১৬ অগাস্ট অর্থাৎ আগামী শনিবার রাত ৯ টা থেকে ১৭ অগাস্ট রবিবার রাত পর্যন্ত যান চলা নিয়ন্ত্রণ করা হবে। এই সময় হুগলি সেতুতে ব্যবহারকারী যান ঘুরপথে চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও পণ্যবাহী ভারী গাড়ি আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যাতায়াত করবে না। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই সেতু বন্ধ থাকার জন্য ছোট গাড়িগুলিকে হাওড়া ব্রিজ় দিয়ে পাঠানো হবে। পণ্যবাহী গাড়িগুলি চলাচল করবে নিবেদিতা সেতু এবং বিটি রোড দিয়ে।
আরও পড়ুনঃ টেটের ফল প্রকাশ করতে হবে দ্রুত! প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এল বড় আপডেট
সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাজ হবে। সে জন্য স্টিলের জিনিপত্র নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে বিদ্যাসাগর সেতুর কেবল, বিয়ারিং ইত্যাদি সারানো এবং তদারকি হবে। তাই সাধারণ মানুষের সুরক্ষা এবং যাতায়াতের সুবিধার স্বার্থে আগেভাগে কলকাতা পুলিশের তরফে এই ঘোষণা করা হল।
advertisement
advertisement
৩৩ বছর আগে, ১৯৯২ সালের পুজোর সময়, অর্থাৎ অক্টোবর মাসে চালু হওয়া এই সেতুটি বর্তমানে কলকাতা ও হাওড়ার মধ্যে অন্যতম ব্যস্ত সড়কপথ। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এবং হাজার হাজার গাড়ি চলাচল করে এই সেতু দিয়ে। ফলে যান চলাচল একেবারে বন্ধ রাখা প্রায় অসম্ভব। সে কারণেই প্রশাসন চায়, কাজের মূল চাপ যেন রাতের বেলায় নেওয়া যায়। তবুও দুদিন ১০-১২ ঘণ্টার জন্য একটি লেনে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Closure of Second Hooghly Bridge: শুরু হবে মেরামতির কাজ! শনিবার রাত থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে খুলবে? কোন পথে হবে যান চলাচাল? জানুন জরুরি খবর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement