TRENDING:

Google Chrome-এ এই ছোট পরিবর্তন করলেই সুরক্ষা মিলবে হ্যাকার এবং ম্যালওয়ার থেকে

Last Updated:

হ্যাকার এবং ম্যালওয়্যার থেকে রক্ষা করার জন্য গুগল ক্রোমের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যা ব্যবহার করে ইউজাররা তাদের ডিভাইস সংরক্ষণ করতে পারবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে গুগল ক্রোম একটি খুবই গুরুত্বপূর্ণ ব্রাউজার। লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজিংয়ের জন্য গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। অনেক সময়ই দেখা যায় যে, গুগল ক্রোমে একটি সাইটে নেভিগেট করার সঙ্গে সঙ্গে একটি পপ-আপ প্রদর্শিত হয়। এর উপর একটি সতর্কবাণী লেখা থাকে - "এই সাইটে ম্যালওয়ার কনটেন্ট রয়েছে" (The site ahead contains malware)।
advertisement

এই সতর্কতার অর্থ হল এই সাইটে ক্লিক করা উচিত নয়। এর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ডিভাইস হ্যাক করে তাঁদের অ্যাকাউন্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। কখনও কখনও তারা লাখ লাখ টাকাও দাবি করে। অর্থাৎ গুগল ক্রোমের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু, এর থেকে বাঁচার একটি উপায় রয়েছে। যা সকল গুগল ক্রোম ইউজারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

advertisement

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

হ্যাকার এবং ম্যালওয়্যার থেকে রক্ষা করার জন্য গুগল ক্রোমের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যা ব্যবহার করে ইউজাররা তাদের ডিভাইস সংরক্ষণ করতে পারবেন। যদিও খুব কম সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর এই সম্পর্কে সঠিক ধারণা রয়েছে। গুগল ক্রোমের এই ফিচারটির নাম সেফ ব্রাউজিং মোড। ইউজাররা ব্রাউজার সেটিংসে সামান্য পরিবর্তন করে গুগল ক্রোমের এই ফিচারটি সক্রিয় করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

advertisement

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

সেফ ব্রাউজিং মোডের কাজ -

গুগল ক্রোমে সেফ ব্রাউজিং মোড সক্রিয় করার পরে, সেই ব্রাউজার বিপজ্জনক ইউআরএলগুলির তালিকায় ইউজারদের পরিদর্শন করা সমস্ত সাইট পরীক্ষা করে। এই মোডটি বিপজ্জনক সাইটগুলি সনাক্ত করতে অতিরিক্ত সুরক্ষা সক্রিয় করে এবং ইউজারদের ই-মেল এবং পাসওয়ার্ড ডেটা ফাঁসের সঙ্গে জড়িত কি না, তা ডিফল্টভাবে চেক করে৷ এটি ইউজারদের সেই সম্পর্কে সতর্কতাও পাঠায়। এক নজরে দেখে নেওয়া যাক এই মোড চালু করার উপায় -

advertisement

- প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ক্রোম অ্যাপটি খুলতে হবে।

- এরপর ডান কোণে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। এরপর সেটিংস অপশনে ক্লিক করতে হবে।

- সেটিংস অপশনে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে।

- সেখানে তিনটি বিকল্প দেখা যাবে - No Protection, Standard Protection এবং Enhanced Protection।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

- এক্ষেত্রে ইউজারদের Enhanced Protection অপশনটি বেছে নিতে হবে এবং ক্লিক করতে হবে। এরপর ইউজাররা নিরাপদে ব্রাউজ করতে পারবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Chrome-এ এই ছোট পরিবর্তন করলেই সুরক্ষা মিলবে হ্যাকার এবং ম্যালওয়ার থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল