Diwali 2025 Camera Tips: Insta-Ready দীপাবলি ফটো! ফোনের ক্যামেরা যেমনই হোক, এই ৩টি টিপস কাজে লাগালেই ছবি হবে পারফেক্ট
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Diwali 2025 Camera Tips: দীপাবলি ফটোগ্রাফি টিপস: যে কোনও ফোনেই তুলুন ফটোফ্রেম পারফেক্ট ছবি! ট্যাপ টু ফোকাস ও পোর্ট্রেট মোড ব্যবহারের কৌশল
advertisement
1/6

সকাল থেকেই সাজো-সাজো রব। বাড়িতে বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। অমাবস্যার আঁধার নামলেই শুরু হবে কালীপুজো, দীপাবলির আলোকমালায় সেজে উঠবে মানুষের মন আর বসতবাড়ি দুই। এমন আনন্দের দিনে প্রতিটি মুহূর্তই ফ্রেমবন্দি করে রাখতে ইচ্ছে করে! তার জন্য ফোনের ক্যামেরা ভাল নয়, এই অজুহাত নিয়ে মুখ গোমড়া করে থাকলে চলবে না। ছবি তোলার এই কয়েক প্রাথমিক টিপস কাজে লাগালে ফোনের ক্যামেরা যেমনই হোক, এই দীপাবলির ছবি উঠবে ফটোফ্রেম পারফেক্ট, দেখে নেওয়া যাক এক এক করে কী করতে হবে!
advertisement
2/6
স্মার্টফোনের ছবি তোলার এবং ভিডিও তোলার ক্ষমতা উন্নত হয়েছে ঠিকই, অনেক ফোনের ক্যামেরা আবার DSLR-এর মতো কোয়ালিটিও দেয়, জীবনের সুন্দর মুহূর্তগুলো ক্লিক করা আগের চেয়ে আরও সুবিধাজনক হয়ে উঠেছে। তবুও কিছু মৌলিক বিষয় রয়েছে যা অনেকেই ছবি তোলার সময়ে মাথায় রাখেন না। এই দীপাবলিতে কাজে লাগানো যাক সেগুলোকে!
advertisement
3/6
কোনও কিছু ফোকাস করতে হলে ট্যাপ করতেই হবে: জানেন কিন্তু অনেকেই। তার পরেও এই সহজ সত্যটা উপেক্ষা করে যান! ফোনে ছবি তোলার সময়ে কোনও কিছু ফোকাস করার জন্য ট্যাপ করাটা দরকার। এটা কেবল ফোকাস নিয়ন্ত্রণে রাখে না, একই সঙ্গে সামগ্রিক এক্সপোজারকেও সামঞ্জস্যপূর্ণ করে তোলে, যার ফলে ফোন ফোকাসে থাকা বিষয়বস্তুকে নিখুঁত ভাবে ধরতে পারে। এতে ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত উজ্জ্বল হোক বা অন্ধকার, কোনও অসুবিধা হবে না।
advertisement
4/6
আল্ট্রাওয়াইড লেন্সের উপর খুব বেশি নির্ভর করা চলবে না: বছরের পর বছর ধরে আল্ট্রাওয়াইড ক্যামেরার মান উন্নত হয়েছে ঠিকই, তবে এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে দীপাবলির ছবিগুলির জন্য, বিশেষ করে রাতে তোলা ছবিগুলির জন্য, মেন লেন্স ব্যবহার করলেই সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, উৎসবের সময়ে সাধারণত যে ধরনের ছবি তোলা হয় তার জন্য আল্ট্রাওয়াইড লেন্থ উপযুক্তও নয়।
advertisement
5/6
পোর্ট্রেট মোড ব্যবহার করলেই ম্যাজিক: পোর্ট্রেট মোড এমন এক নির্ভরযোগ্য হাতিয়ার যা হেসেখেলে DSLR/মিররলেস ক্যামেরার ক্ষমতার সঙ্গে লড়ে যেতে পারে। তাই উৎসবের সময় পোর্ট্রেট ক্লিক করার সময় অনেক ইউজারই এই মোডটি বেছে নেন, তাতে ছবির কোয়ালিটি একেবারে ঠিকঠাক থাকে।
advertisement
6/6
সঠিক ফ্রেমের জন্য আলো বোঝা দরকার: আলো কীভাবে ছবিগুলিকে প্রভাবিত করে তা বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অবশ্য এক বেলায় বা একদিনে হবে না। না হোক, উপরের তিন টিপস মেনে এগোলেও লাভ হবে, এই দিকটা নিয়ে তাই পরে এগোলেও হবে।