TRENDING:

ভারতে সবচেয়ে প্রিয়তম পাসওয়ার্ড কি জানেন? চমকে উঠবেন তালিকায়

Last Updated:

ভুল করেও এই Password ব্যবহার করবেন না, সেকেন্ডে করা যাবে হ্যাক, দেখুন লিস্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যত বাড়ছে ইন্টারনেট ব্যবহার। ততই পাল্লা দিয়ে বেড়ে চলেছে হ্যাকিং। এ জন্য সব সময় নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শক্তিশালী এবং কঠোর রাখা প্রয়োজন। এমন কোনও পাসওয়ার্ড রাখা উচিত নয়, যা সহজেই অন্যেরা চিনে ফেলতে পারে। কিন্তু, দেখা গিয়েছে যে ভারতীয়রা নিজেদের সুবিধার জন্য খুবই সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এর ফলে অনেকেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন। রিপোর্ট অনুযায়ী সর্বাধিক ব্যবহার করা পাসওয়ার্ড হল- password, password@123, password123, password@1 এবং password1 ইত্যাদি।
advertisement

নর্ড সিকিউরিটির পাসওয়ার্ড ম্যানেজার ‘নর্ডপাস’ সম্প্রতি ২০২২ সালের সব থেকে বেশি ব্যবহার করা পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, সারা বিশ্বে ২০২২ সালে password শব্দটিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৯ লক্ষ বার। ২০২২ সালে ভারতে এই পাসওয়ার্ডের ব্যবহার করা হয়েছে ৩৪ লক্ষ বার।

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

advertisement

ভারতের দ্বিতীয় জনপ্রিয় পাসওয়ার্ড হল '123456', যা প্রায় ১,৬৬,৭৫৭ বার ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ভারতে BigBasket শব্দটি ব্যবহার করা হয়েছে ৭৫,০৮১ বার। রিপোর্ট অনুযায়ী ভারতে অন্যান্য যে সকল পাসওয়ার্ড খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়, সে গুলি হল qwerty, anmol123, googledummy প্রভৃতি। অনেকেই আবার দেশের নামে নিজেদের পাসওয়ার্ড রাখেন। যেমন ধরা যাক, india123, india@123।

advertisement

নিয়মিত ব্যবধানে পাসওয়ার্ড বদলানোর প্রয়োজনও মনে করেন না বেশির ভাগ মানুষ। ‘নর্ডপাস’ সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে ব্যবহার করা ২০০টি পাসওয়ার্ড আগের বছর ব্যবহার করা পাসওয়ার্ডের ৭৩ শতাংশ। এ ছাড়াও সেই রিপোর্টে জানানো হয়েছে যে, এই সকল পাসওয়ার্ডের ৮৩ শতাংশ মাত্র এক সেকেন্ডেই হ্যাক করা সম্ভব। ভারতে চতুর্থ স্থানে রয়েছে BigBasket পাসওয়ার্ড। করোনার পরে পাল্লা দিয়ে বেড়েছে ঘরে বসে অনলাইন অর্ডার করা। এর ফলে এমন পাসওয়ার্ড ব্যবহারের প্রচলন বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

'iloveyou' খুবই জনপ্রিয় পাসওয়ার্ড -

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে অনেকেই পাসওয়ার্ডের মাধ্যমে ভালোবাসা এবং রাগ প্রকাশ করতে পছন্দ করেন। এ জন্য তাঁরা এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। ভারতে 'iloveyou' পাসওয়ার্ডের স্থান ৮১ নম্বরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু সহজ পাসওয়ার্ড হওয়ার কারণে হ্যাকারদের বেশির ভাগ হানার শিকার হয় আমাদের ভারতের পাসওয়ার্ডগুলো। গবেষণায় জানা গিয়েছে যে এই ধরণের পাসওয়ার্ডের মধ্যে বেশিরভাগ পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। এই জন্য নিজেদের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য সুরক্ষিত পাসওয়ার্ড ব্যাবহার করা দরকার। নিজেদের নাম, জন্মতারিখ ইত্যাদি সাধারণ, সহজ বিষয় না বেছে অন্য অক্ষর, সংখ্যা এবং শব্দ বেছে নিতে হবে সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করার জন্য। এ ছাড়াও নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কিছুদিন অন্তর অন্তর এই পাসওয়ার্ড বদলানো দরকার।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে সবচেয়ে প্রিয়তম পাসওয়ার্ড কি জানেন? চমকে উঠবেন তালিকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল