TRENDING:

টিভি স্ক্রিনে ময়লা জমেছে, পরিষ্কার করার সময় ভুলেও করবেন না এ সব কাজ

Last Updated:

Don'ts for Cleaning TV Screens: টিভি পরিষ্কার করতে গিয়ে আমরা অনেক সময়ই এমন কিছু ভুল করে ফেলি যা বৈদ্যুতীন সরঞ্জামের বেশ ক্ষতি করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রায় প্রতিদিনই টিভির ধুলো-ময়লা পরিষ্কার করতে হয়। কিন্তু টিভি পরিষ্কার করতে গিয়ে আমরা অনেক সময়ই এমন কিছু ভুল করে ফেলি যা বৈদ্যুতীন সরঞ্জামের বেশ ক্ষতি করে। আজ এমনই কিছু বিষয় নিয়ে দেখে নেব যা টিভি পরিষ্কার করার সময় একেবারেই করা উচিত নয়—
advertisement

টিভি পরিষ্কার করার জন্য তোয়ালে এবং টিস্যু ব্যবহার না করা

বেশিরভাগ টিভি স্ক্রিনই স্পর্শকাতর হয়ে থাকে। এমনকী টিস্যু এবং তোয়ালের মতো নরম জিনিসেও থাকা ফাইবারগুলি টিভির পর্দার ক্ষতি করতে পারে। LCD, OLED, প্লাজমা বা পুরানো CRT ডিসপ্লে যাই হোক না কেন টিভি স্ক্রিন পরিষ্কার করতে মাইক্রোফাইবার (microfyber) কাপড় ব্যবহার করাই আদর্শ। এই ধরনের কাপড় টিভি স্ক্রিন থেকে আঙ্গুলের ছাপ এবং দাগ দূর করার জন্য উপযুক্ত।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

টিভি স্ক্রিন খুব জোরে না ঘষা—

টিভি স্ক্রিন সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। খুব শক্ত হাতে চাপ প্রয়োগ করলে বা ঘষলে ক্ষতি হতে পারে। যতটা সম্ভব মৃদু ভাবে স্ক্রিন মোছা উচিত। টিভি স্ক্রিনে সরাসরি লিকুইড স্প্রে না করাই ভালো। সর্বদা লিন্ট মুক্ত কাপড় বা মাইক্রোফাইবারে লিকুইড স্প্রে করে তারপর আলতো করে মোছা উচিত।

advertisement

টিভিতে কোনও লিকুইড স্প্রে না করা—

টিভি পরিষ্কার করার সময় যে কোনও ধরণের লিকুইড স্প্রে করা উচিত নয়। এতে টিভির অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত স্প্রে করলেও টিভির ক্ষতি হতে পারে। অ্যামোনিয়া, অ্যালকোহল বা অ্যাসিটোনযুক্ত পণ্য ব্যবহার করা উচিত নয় কারণ এতে অ্যান্টি-গ্লেয়ার আবরণ ক্ষতিগ্রস্থ হতে পারে।

advertisement

পরিষ্কার করার সময় টিভি অন না রাখা—

টিভি পরিষ্কার করার সময় বন্ধ রাখা উচিত। এটি যে কোনও বৈদ্যুতিক দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে দেয়।

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

সব দিক থেকে টিভি পর্দা মোছা—

advertisement

টিভি স্ক্রিন পরিষ্কার করার সময় প্রথমে এক দিকে মোছা উচিত এবং দ্বিতীয়বার বিপরীত দিকে করা উচিত। এই পদ্ধতিটি নিশ্চিত করতে সাহায্য করে যে স্ক্রিনে কোনও দাগ বাকি নেই। এটি পরিষ্কার করার সময় কাপড়ের রেখাগুলি মুছতে সাহায্য করে।

কয়েকবার মোছার পর কাপড় পরিবর্তন করা—

কয়েকবার মোছার পর পরিষ্কারের কাপড়টি পরিবর্তন করা উচিত। পরিষ্কার করার কাপড়টি কয়েকবার মোছার পরে পরিবর্তন করা গুরুত্বপূর্ণ কারণ এতে ধুলো কম জমবে, নয়তো পর্দায় স্ক্র্যাচ পড়ে যেতে পারে।

স্ক্রিন শুকনো করার পর টিভি চালানো—

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

টিভি আবার প্লাগে লাগানোর আগে ভালো করে স্ক্রিন শুকিয়ে নিতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
টিভি স্ক্রিনে ময়লা জমেছে, পরিষ্কার করার সময় ভুলেও করবেন না এ সব কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল