ডেটা ট্রান্সফার করার আগে কিছু জরুরি কাজ: ডেটা ট্রান্সফার করার আগে কিছু প্রস্তুতি নেওয়া দরকার। যাতে পুরো কাজটা মসৃণভাবে সম্পন্ন হয়। প্রথমেই দুটো ফোনে ফুল চার্জ দিতে হবে। তারপর পুরনো ফোনে আপডেট করতে হবে লেটেস্ট সফটওয়্যার ভার্সন।
অ্যাপ লগইন ডিটেইলস হাতের কাছে রাখা উচিত। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলাই ভাল, যাতে ফোনে খালি জায়গা থাকে। সঙ্গে স্ক্রিন টাইমআউট বাড়িয়ে রাখতে হবে, যাতে ট্রান্সফার চলাকালীন সমস্যা না হয়। এবার দুটো ফোনকেই ওয়াইফাই-এর সঙ্গে কানেক্ট করতে হবে।
advertisement
পদ্ধতি ১ – গুগল ব্যাকআপের মাধ্যমে ডেটা ট্রান্সফার: গুগল ড্রাইভ থেকে ডেটা ট্রান্সফার করা সবচেয়ে সহজ। শুধু তাই নয়, সবচেয়ে নির্ভরযোগ্য উপায়ও এটাই। ডেটার আকার অনুযায়ী কয়েক মিনিট থেকে এক ঘণ্টা বা তার বেশি সময় লাগতে পারে।
প্রথমে পুরনো ফোনের Settings > System > Google > Backup > Backup Now-তে যেতে হবে।
ব্যাকআপ সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে।
এই সময় নতুন ফোনের সেটআপ চালু করতে হবে।
যখন প্রম্পট আসবে তখন সিলেক্ট করতে হবে “Can’t use an old phone?” অপশন।
এরপর “A backup from the cloud” অপশনে ক্লিক করতে হবে।
এবার সাইন ইন করতে হবে গুগল অ্যাকাউন্টে।
ব্যাকআপ সিলেক্ট করলেই ডেটা রিস্টোর হতে শুরু করবে।
পদ্ধতি ২ – USB-C কেবল দিয়ে ডেটা ট্রান্সফার: USB-C কেবল দিয়ে খুব দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়।
নতুন ফোন সেটআপ করে “Copying apps and data” অপশনে আসতে হবে।
এবার USB-C কেবল দিয়ে কানেক্ট করতে হবে দুটো ফোনকে।
পুরনো ফোনে “Next” এবং তারপর “Copy” ট্যাপ করতে হবে।
ইউজার যে সব ডেটা ট্রান্সফার করতে চান, সিলেক্ট করতে হবে সেগুলো।
পুরো প্রক্রিয়া ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। ইউজারও সেটআপ শেষ করতে পারবেন।
যদি পুরনো ফোন নষ্ট হয়ে যায়, তাহলে “Can’t use old device?” অপশন দিয়ে গুগল ব্যাকআপ থেকে ডেটা ফিরিয়ে আনা যায়।
পদ্ধতি ৩- ডেডিকেটেড অ্যাপসের মাধ্যমে ডেটা ট্রান্সফার: থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও ডেটা ট্রান্সফার করা যায়। গুগল ব্যাকআপ বা কেবলের তুলনায় অপশনও অনেক বেশি মেলে। অ্যাপে সাইন ইন করে পেমেন্ট মেথড লিঙ্ক করার পর, নতুন ফোন ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।