এই গাড়িটির দাম শুরু হচ্ছে প্রায় ৬.৬৬ লক্ষ টাকা (অন-রোড প্রাইস, দিল্লি) থেকে। তবে পুরো টাকা একসঙ্গে না দিলেও চিন্তার কিছু নেই। কারণ, আপনি কার লোনের মাধ্যমে মাত্র ১০ হাজার টাকার ডাউন পেমেন্টে এই গাড়িটি কিনে নিতে পারেন।
আরও পড়ুন: আপনার ফোন নতুন, সেকেন্ড হ্যান্ড না চুরি হওয়া ফোন! এক SMS-এই জানুন ফোনের সবকিছু ‘এইভাবে’…
advertisement
কীভাবে পাবেন টাটা পাঞ্চ লোনে? Cardekho ওয়েবসাইট অনুযায়ী, যদি আপনি পাঞ্চের Pure Petrol ভ্যারিয়েন্ট কিনতে চান, তাহলে ব্যাংক আপনাকে প্রায় ৫.৯৯ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারে। এই টাকার ওপর যদি ৯.৮% সুদে আপনি লোন নেন, তাহলে: ৬০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে: প্রতি মাসে ১৫,৩২৬ টাকা EMI (৪ বছরের জন্য) ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে: প্রতি মাসে ১৮,২৮২ টাকা EMI (৪ বছরের জন্য), যদি আপনি লোন ৫ বছরের জন্য নেন, তবে EMI হবে প্রায় ১২,৮২৮ টাকা প্রতি মাসে৷
লোন নেওয়ার আগে আপনার ক্রেডিট স্কোর ভালো কিনা দেখে নিন। স্কোর যত ভালো, তত কম সুদে লোন পাবেন। EMI দেওয়ার ক্ষমতা অনুযায়ী লোন টেনিওর (মেয়াদ) ঠিক করুন। ডাউন পেমেন্ট যত বেশি, EMI তত কম হবে।
অল্প টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এখন স্বপ্নের SUV টাটা পাঞ্চ খুব সহজেই কিনতে পারেন। তবে লোন নেওয়ার আগে ব্যাংকের অফার ও সুদের হার ভালো করে যাচাই করে নিন। এতে ভবিষ্যতে আর্থিক চাপ কম পড়বে।