ইনপুট খরচ বাড়ছে। অপারেশনাল কস্টও ঊর্ধবমুখী। এই পরিস্থিতিতে গাড়ির দাম বাড়ানো ছাড়া আর কোনও পথ নেই বলে জানিয়েছিল মারুতি সুজুকি। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার দামবৃদ্ধির পথে হাঁটল তারা। তবে দাম কত শতাংশ বাড়তে পারে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, মডেল ও ভেরিয়েন্টের উপর ভিত্তি করে দাম বাড়ানো হবে।
advertisement
আরও পড়ুন- দিনরাত AC চালালেও ‘নো টেনশন’! এই গোপন ট্রিকসেই হু হু করে একধাক্কায় কমবে ইলেকট্রিক বিল
আনুষ্ঠানিক বিবৃতিতে মারুতি সুজুকি জানিয়েছে, গ্রাহকের উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, তার জন্য খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু লাগামছাড়া উৎপাদন খরচের কারণে দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।
টাটা মোটরস ঘোষণা করেছে যে ২০২৫ সালের এপ্রিল থেকে তাদের সমস্ত বাণিজ্যিক গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। কাঁচামালের মূল্যবৃদ্ধি, লজিস্টিক খরচ এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে টাটা মোটরস জানিয়েছে, “২০২৫ সালের ১ এপ্রিল থেকে আমাদের বাণিজ্যিক গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। ক্রমবর্ধমান ইনপুট খরচ সামলাতে এই মূল্যবৃদ্ধি করা হচ্ছে। তবে দাম বৃদ্ধির হার নির্দিষ্ট মডেল এবং ভেরিয়েন্ট অনুযায়ী আলাদা হবে।”
হুন্ডাই মোটরস-ও তাদের জনপ্রিয় মডেল Creta, Verna, Venue, Tucson-সহ একাধিক গাড়ির দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে বলে জানা গিয়েছে। কারণ সেই একই। কাঁচামাল, উৎপাদন ও পরিচালন খরচ বৃদ্ধি। কিয়া মোটরস তাদের Seltos, Sonet, Syros, EV6, EV9, Carens, Carnival-সহ সব মডেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার দাবি, বাড়তি কমোডিটি খরচ ও সরবরাহ ব্যয়ের জন্য এই পদক্ষেপ। হোন্ডা কারস-ও তাদের Amaze, City, City e-HEV, Elevate-সহ সব মডেলের দাম বাড়ানোর কথা জানিয়েছে। সংস্থার মতে, উৎপাদন ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় কারণেই দাম বাড়াতে হচ্ছে।
আরও পড়ুন- এসি বছরে কতবার সার্ভিস করাতে হয়? একবার করালে হয়? ‘কাজের কথা’ জেনে রাখুন
কিয়া ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সেলস ও মার্কেটিং) হরদীপ সিং বরার জানিয়েছেন, “আমরা সবসময়ই ক্রেতাদের উন্নত মানের গাড়ি দেওয়ার চেষ্টা করি। কিন্তু বাড়তি উৎপাদন খরচের কারণে গাড়ির দাম বাড়ানো ছাড়া উপায় নেই। ১ এপ্রিল থেকে সকল কিয়া মডেলের দাম প্রায় ৩ শতাংশ পর্যন্ত বাড়বে। তাই গাড়ি কেনার পরিকল্পনা থাকলে মার্চের মধ্যে কিনে ফেলাই ভাল। নাহলে বাড়তি টাকা গুণতে হবে।