এসি বছরে কতবার সার্ভিস করাতে হয়? একবার করালে হয়? 'কাজের কথা' জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air Conditioner- যাদের বাড়ি বা ফ্ল্যাট একেবারে রাস্তার পাশে, তাদের বাড়িতে ধুলো-বালির সমস্যা হয় বেশি। ফলে তারা চাইলে বছরে চারবার এসির সার্ভিস করাতে পারেন। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যাদের বাড়ি বা ফ্ল্যাট একেবারে রাস্তার পাশে, তাদের বাড়িতে ধুলো-বালির সমস্যা হয় বেশি। ফলে তারা চাইলে বছরে চারবার এসির সার্ভিস করাতে পারেন। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এছাড়া বাড়িতে এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা উচিত। এখন কিছু সংস্থা এসি সার্ভিস করায়। তারা আউটডোর ইউনিটও পরিষ্কার করে দেয়।