এসি বছরে কতবার সার্ভিস করাতে হয়? একবার করালে হয়? 'কাজের কথা' জেনে রাখুন

Last Updated:
Air Conditioner- যাদের বাড়ি বা ফ্ল্যাট একেবারে রাস্তার পাশে, তাদের বাড়িতে ধুলো-বালির সমস্যা হয় বেশি। ফলে তারা চাইলে বছরে চারবার এসির সার্ভিস করাতে পারেন। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে।
1/7
মার্চ মাসের শেষ হতে চলল। তবে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে এখনও অসহ্য গরম পড়েনি। তবে আবহাওয়া দফতর বলছে, সামনের সপ্তাহ থেকেই আবহাওয়া খেল দেখাবে। অর্থাৎ গরম পড়তে আর বেশি দেরি নেই।
মার্চ মাসের শেষ হতে চলল। তবে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে এখনও অসহ্য গরম পড়েনি। তবে আবহাওয়া দফতর বলছে, সামনের সপ্তাহ থেকেই আবহাওয়া খেল দেখাবে। অর্থাৎ গরম পড়তে আর বেশি দেরি নেই।
advertisement
2/7
অনেকেই ভাবেন, বছরে মাত্র একবার এসি সার্ভিস করলেই হয়! এসি-র সার্ভিস নিয়ে অনেকেই সঠিক তথ্য জানেন না। আজ আমরা সেই তথ্য আপনাদের জানাব।
অনেকেই ভাবেন, বছরে মাত্র একবার এসি সার্ভিস করলেই হয়! এসি-র সার্ভিস নিয়ে অনেকেই সঠিক তথ্য জানেন না। আজ আমরা সেই তথ্য আপনাদের জানাব।
advertisement
3/7
এখন অনেকের বাড়িতেই দেড় টন এসি। আর অনেকেই বছরে গড়ে ৪-৫ মাস এসি চালান। তার পর দীর্ঘদিন এসি বন্ধ থাকে। আবার যখন গরম পড়ে তার আগে একবার এসি সার্ভিস করে নেন। অনেকে আবার বাড়িতে টুকটাক এসি সার্ভিস করে নেন।
এখন অনেকের বাড়িতেই দেড় টন এসি। আর অনেকেই বছরে গড়ে ৪-৫ মাস এসি চালান। তার পর দীর্ঘদিন এসি বন্ধ থাকে। আবার যখন গরম পড়ে তার আগে একবার এসি সার্ভিস করে নেন। অনেকে আবার বাড়িতে টুকটাক এসি সার্ভিস করে নেন।
advertisement
4/7
সাধারণত বছরে তিনবার এসি সার্ভিস করাতে পারলে ভাল। গরম যখন পড়ে তার আগে অবশ্যই একবার এসি সার্ভিস করানো উচিত। কারণ দীর্ঘদিন এসি বন্ধ থাকে। তাই গরম পড়লে এসি চালানোর আগে একবার সার্ভিস করিয়ে নিতে হয়।
সাধারণত বছরে তিনবার এসি সার্ভিস করাতে পারলে ভাল। গরম যখন পড়ে তার আগে অবশ্যই একবার এসি সার্ভিস করানো উচিত। কারণ দীর্ঘদিন এসি বন্ধ থাকে। তাই গরম পড়লে এসি চালানোর আগে একবার সার্ভিস করিয়ে নিতে হয়।
advertisement
5/7
গরমের সময়টা পেরিয়ে গেলে একবার এসি সার্ভিস করাতে পারেন। গরমের সময় এসি চলে একটানা। ফলে গরমের মরশুম শেষ হলে একবার এসি সার্ভিসিং করিয়ে নিতে পারলে ভাল।
গরমের সময়টা পেরিয়ে গেলে একবার এসি সার্ভিস করাতে পারেন।গরমের সময় এসি চলে একটানা। ফলে গরমের মরশুম শেষ হলে একবার এসি সার্ভিসিং করিয়ে নিতে পারলে ভাল।
advertisement
6/7
এখন অনেক সংস্থা নতুন এসি কিনলে এক বছর এসি সার্ভিস ফ্রি দেয়। আপনি চাইলে বছরের তিন নম্বর সার্ভিসিং করিয়ে নিতে পারেন শীতের সময়। ধরুন, আপনি অক্টোবর থেকে এসি বন্ধ রেখেছেন। ফেব্রুয়ারি পর্যন্ত এসি বন্ধ রাখবেন। তা হলে ডিসেম্বর নাগাদ এসির তৃতীয় সার্ভিসিং করিয়ে রাখতে পারেন।
এখন অনেক সংস্থা নতুন এসি কিনলে এক বছর এসি সার্ভিস ফ্রি দেয়। আপনি চাইলে বছরের তিন নম্বর সার্ভিসিং করিয়ে নিতে পারেন শীতের সময়। ধরুন, আপনি অক্টোবর থেকে এসি বন্ধ রেখেছেন। ফেব্রুয়ারি পর্যন্ত এসি বন্ধ রাখবেন। তা হলে ডিসেম্বর নাগাদ এসির তৃতীয় সার্ভিসিং করিয়ে রাখতে পারেন।
advertisement
7/7
যাদের বাড়ি বা ফ্ল্যাট একেবারে রাস্তার পাশে, তাদের বাড়িতে ধুলো-বালির সমস্যা হয় বেশি। ফলে তারা চাইলে বছরে চারবার এসির সার্ভিস করাতে পারেন। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এছাড়া বাড়িতে এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা উচিত। এখন কিছু সংস্থা এসি সার্ভিস করায়। তারা আউটডোর ইউনিটও পরিষ্কার করে দেয়।
যাদের বাড়ি বা ফ্ল্যাট একেবারে রাস্তার পাশে, তাদের বাড়িতে ধুলো-বালির সমস্যা হয় বেশি। ফলে তারা চাইলে বছরে চারবার এসির সার্ভিস করাতে পারেন। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এছাড়া বাড়িতে এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা উচিত। এখন কিছু সংস্থা এসি সার্ভিস করায়। তারা আউটডোর ইউনিটও পরিষ্কার করে দেয়।
advertisement
advertisement
advertisement