নতুন এই আপডেট-এর ফলে ফোন অ্যাপের চেহারা আধুনিক ও ইউজার ফ্রেন্ডলি হয়েছে। হোম ট্যাবে এখন ফেভারিটস ও রিসেন্টস একসঙ্গে একই জায়গায় দেখা যাবে। কল হিস্ট্রি ও ফেভারিট কন্ট্যাক্টস ক্যারাউসেল আকারে দেখা যাবে। কিপ্যাড ডিজাইন বদলে গিয়েছে। ফ্লোটিং বোতামের পরিবর্তে আলাদা ট্যাব আকারে গোলাকার বোতাম-সহ নতুন কিপ্যাড এসেছে। এখন সার্চ ফিল্ড থেকেই কন্ট্যাক্টস, সেটিংস, কল হিস্ট্রি ও হেল্প দেখার সুযোগ রয়েছে।
advertisement
এছাড়াও ইনকামিং কল স্ক্রিন-এর ক্ষেত্রেও বদল হয়েছে। এখন কল রিসিভ বা রিজেক্ট হরিজন্টাল সুইপ বা এক ট্যাপের মাধ্যমে করা যাবে।কল চলাকালীন কি এখন বড় ও পিল-আকৃতির হয়েছে। ‘এন্ড কল’ বোতামটি আরও বড় করা হয়েছে।
আরও পড়ুন- E20 পেট্রোল আসলে কী? হাই-গ্রেড পেট্রোলে কি কম পরিমাণে ইথানল থাকে? জেনে নিন
অনেকেই এই আপডেট “অপ্রয়োজনীয়” বলে মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, পুরনো ডায়লার ডিজাইন ভাল ছিল। তবে আপনি চাইলে এই আপডেট বদলে ফেলতে পারেন। তার জন্য ফোন অ্যাপের সর্বশেষ আপডেট আনইনস্টল করতে হবে। তাতে অনেক ক্ষেত্রে পুরনো ডিজাইন ফিরে আসবে। এছাড়া একবার ফোন রিস্টার্ট করেও দেখতে পারেন।
এখন প্রশ্ন হল, হঠাৎ করে এই পরিবর্তন কেন! গুগল বলছে, নতুন “Material You (Material 3) Expressive” ডিজাইন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভাল অভিজ্ঞতা দেবে। ডায়নামিক কালার, অ্যানিমেশন এবং পার্সোনালাইজেশনের সুবিধা অ্যাড করা হয়েছে। পুরো গুগল ইকোসিস্টেমেই পরিবর্তন হয়েছে।