TRENDING:

ChatGPT: মানবমেধার জয়! অ্যাকাউন্টস এবং গণিতে ChatGPT-কে জোর টেক্কা দিল ছাত্ররা

Last Updated:

আসলেই কি ChatGPT নিয়ে চিন্তার এত কারণ রয়েছে এবং আগামী দিনে এটি সবকিছু বদলে দিতে পারে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে সারা দুনিয়াতে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে ChatGPT। ইন্টারনেট জগতে ChatGPT এখন সবথেকে বেশি আলোচিত বিষয়বস্তু। ChatGPT নিয়ে একদিকে যেমন কৌতূহলের সৃষ্টি হয়েছে, অন্য দিকে অনেকেই ChatGPT-র কারণে নিজেদের চাকরি হারানোর ভয় পাচ্ছেন। আসলে এটি OpenAI-এর একটি চ্যাটবট পণ্য। এটি চালু হওয়ার পর থেকে এটি নিয়ে বাজারে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। মানুষ বিশ্বাস করে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটি গেম চেঞ্জার হতে পারে। কিন্তু আসলেই কি ChatGPT নিয়ে চিন্তার এত কারণ রয়েছে এবং আগামী দিনে এটি সবকিছু বদলে দিতে পারে?
advertisement

জানা গিয়েছে যে ChatGPT-র সাহায্যে মানুষের শেখার ও শেখানোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যেতে পারে। ইন্টারনেট বিশেষজ্ঞরা প্রাথমিক ভাবে বেশিরভাগই এতে বেশ মুগ্ধ হয়েছিলেন। কিন্তু, সম্প্রতি Brigham Young University (BYU) এবং অন্যান্য ১৮৬ টি বিশ্ববিদ্যালয় ChatGPT-র সত্যতা যাচাই করতে চায়। সেই পরীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যা ChatGPT সম্পর্কে মানুষের ধারণা বদলে দিতে পারে। এই বিশ্ববিদ্যালয়গুলি ChatGPT-র সঙ্গে ছাত্রদের কয়েকটি বিষয়ে পরীক্ষা নেয়। যেখানে দেখা যায় ছাত্ররা টেক্কা দিয়েছে ChatGPT-কে অর্থাৎ ছাত্ররা সেই সকল বিষয়ে ChatGPT-র থেকে বেশি নম্বর পেয়েছে।

advertisement

আরও পড়ুন: শেষে কি না মোবাইলে এই নিয়ে সময় কাটাচ্ছেন ভারতীয় নারী-পুরুষেরা! সংস্থার সমীক্ষা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যেতে পারে আপনার ক্ষেত্রেও!

ChatGPT-র অ্যাকাউন্টিং পরীক্ষা -

এই বিশ্ববিদ্যালয়গুলো ChatGPT-র অ্যাকাউন্টিং পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ছাত্ররাও অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষায় শিক্ষার্থীদের পারফরমেন্স তুলনায় অনেক ভাল ছিল। যেখানে শিক্ষার্থীরা গড়ে ৭৬.৭% স্কোর করেছে, সেখানে অন্য দিকে ChatGPT-র স্কোর ছিল মাত্র ৪৭.৪ শতাংশ।

advertisement

১১.৩ শতাংশ প্রশ্নে ছাত্রদের থেকে এগিয়ে ChatGPT -

১১.৩ শতাংশ প্রশ্নে ChatGPT শিক্ষার্থীদের চেয়ে ভাল পারফর্ম করেছে। চ্যাটবটের কর্মক্ষমতা AIS এবং অডিটিং-এ বিশেষভাবে নজর কেড়েছে। ট্যাক্সেশন, ফিনান্স এবং ম্যানেজমেন্টের প্রশ্নে যদিও ChatGPT তেমন ভাল পারফর্ম করতে পারেনি। ChatGPT মাল্টিপল চয়েসে ভাল পারফর্ম করেছে। কিন্তু যখন সংক্ষিপ্ত উত্তর টাইপ প্রশ্ন আসে, ChatGPT-র কর্মক্ষমতা হতাশাজনক ছিল।

advertisement

রিপিট উত্তর -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই পরীক্ষায় ChatGPT-তে অনেক ত্রুটি ধরা পড়ে। চ্যাটবট অনেক প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। বিশেষ বিষয় হল অনেকবার ChatGPT বিভিন্ন প্রশ্নের জন্য একই উত্তর দিয়েছে। সামগ্রিকভাবে শিক্ষার্থীরা এআই বটের চেয়ে ভাল ফল করেছে। গবেষকরা দেখেছেন যে OpenAI-এর চ্যাটবট পণ্য ChatGPT-র তুলনায় শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং পরীক্ষায় ভাল পারফর্ম করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ChatGPT: মানবমেধার জয়! অ্যাকাউন্টস এবং গণিতে ChatGPT-কে জোর টেক্কা দিল ছাত্ররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল