MyGov Helpdesk Whatsapp chatbot ব্যবহার করে আপনি কয়েকটি সহজ পদ্ধতিতেই জরুরি ডকুমেন্টস ডাউনলোড করতে পারেন৷ যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মার্কশিট ইত্যাদি৷ ফলে ওয়েবসাইট বা অ্যাপ থেকে ডিজি লকার ব্যবহার করতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ চ্যাটবট সার্ভিসও নিতে পারেন৷
আরও পড়ুন: গুগল মিটের মতো হোয়াটসঅ্যাপেও এবার কল লিঙ্ক! কী সুবিধা পাবেন ইউজাররা? জানুন
advertisement
MyGov Helpdesk Whatsapp chatbot থেকে নিজের ডকুমেন্টস ডাউনলোড করবেন কীভাবে, দেখে নিন-
স্টেপ ১- নিজের ফোনে MyGov Helpdesk Whatsapp chatbot কনট্যাক্ট নম্বর +91 901315115 সেভ করুন৷
স্টেপ ২- এবার হোয়াটসঅ্যাপ খুলে হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট লিস্ট রিফ্রেশ করুন৷
স্টেপ ৩- MyGov হেল্পডেস্ক চ্যাট বট খুঁজে বের করে ওপেন করুন৷
স্টেপ ৪- MyGov হেল্পডেস্ক চ্যাটে হাই টাইপ করে লিখুন৷
আরও পড়ুন: OnePlus এর বাম্পার দিওয়ালি সেল, স্মার্টফোনে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় ও আরও আকর্ষণীয় অফার
স্টেপ ৫- চ্যাটবট আপনাকে ডিজি লকার অথবা কো উইন সার্ভিস বাছতে বলবে৷ আপনি ডিজি লকার সার্ভিস সিলেক্ট করুন৷
স্টেপ ৬-যদি ডিজি লকার অ্যাকাউন্ট থাকে তাহলে হ্যাঁ লিখুন৷ না হলে ওয়েবসাইট বা ডিজি লকার অ্যাপ থেকে আগে অ্যাকাউন্ট তৈরি করুন৷
স্টেপ ৭- চ্যাট বট এবার আপনার অ্যাকাউন্ট লিঙ্ক এবং অথেনটিকেট করার জন্য ১২ সংখ্যার আধার নম্বর চাইবে৷ এবার আপনার আধার নম্বর টাইপ করুন৷৷
স্টেপ ৮- এর পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে৷ সেটি চ্যাটবটে লিখুন৷
স্টেপ ৯- এর পরেই চ্যাটবটে আপনার ডিজি লকারে থাকা যাবতীয় ডকুমেন্টস-এর লিস্ট দেখতেপাবেন৷
স্টেপ ১০- এবার ক্রমতালিকা অনুযায়ী যত নম্বর ডকুমেন্টস আপনার প্রয়োজন, লিস্ট থেকে দেখে নিয়ে সেই সংখ্যাটি চ্যাটবটে টাইপ করুন৷
স্টেপ ১১- আপনার ডকুমেন্টটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার জন্য এসে যাবে৷
মনে রাখতে হবে, একবারে একটি মাত্র ডকুমেন্ট ডাউনলোড করা যাবে৷