এছাড়া যে কেউ এই অ্যাপ্লিকেশনে সুন্দরবন সংক্রান্ত ছবি, তথ্য আপলোডও করতে পারবেন ব্যবহারকারীরা। সব মিলিয়ে সুন্দরবনকে আরও ভালভাবে জানতে, বুঝতে ও সুন্দরবন এলাকার মানুষের সমস্যার সমাধান ও জীব বৈচিত্রকে রক্ষার তাগিদে এই মোবাইল অ্যাপ চালু করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের।
সুন্দরবনের মানুষ অনেকটাই পিছিয়ে রয়েছেন। নিজেদের দৈনন্দিন সমস্যার সমাধানে নানা বিষয়ে তাঁরা না জানার কারণে আরও অন্ধকারে রয়ে যান। ফলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা-সহ বিভিন্ন সরকারি নির্দেশ জানতে পারেন না তাঁরা। এবার তাঁদের সেই সমস্যার সমাধান হবে ‘সুন্দরী সুন্দরবন’ নামক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এলাকার চাষবাস, প্রাণীপালন থেকে শুরু করে সুন্দরবন সম্পর্কিত যে কোনও তথ্য জানতে এবং জানাতে কিংবা কোনও বিষয়ে আবেদন করতে বা অভিযোগ জানাতেও এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।
advertisement
আরও পড়ুন: রক্ষা করতে হবে ম্যানগ্রোভ, গাছ বাঁচাতে নতুন উদ্যোগ পাথরপ্রতিমায়
এই মোবাইল অ্যাপটি চালু করার জন্য উদ্যোগী সংস্থার সাধারণ সম্পাদক অমিতাভ রায় বলেন, “ এটি একটি জন বিজ্ঞানমূলক প্রচেষ্টা। যার উদ্দেশ্য হল সবাইকে সঙ্গে নিয়ে সুন্দরবন সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান করা। গবেষণার জন্য সুন্দরবনের বিভিন্ন তথ্য সংগ্রহ করা ও সমমনস্ক অনেক মানুষকে এক সঙ্গে যুক্ত করে সুন্দরবনকে রক্ষা করা।” এখানে যারা অভিযোগ জানাবেন সেগুলি সংশ্লিষ্ট দফতরের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন অমিতাভ।
আরও পড়ুন:স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিস বাজারজাত করতে বজবজে শুরু হল সবলা মেলা
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুন্দরবন সম্পর্কে আরও অনেক তথ্য যেমন একদিকে জানা যাবে তেমনি সুন্দরবনের মানুষরাও তাঁদের অভাব, অভিযোগ সম্পর্কে জানাতে পারবেন। গোসাবার বাসিন্দা সহদেব মণ্ডল, সৌমিত্র সর্দাররা বলেন, “ এটা সত্যি খুবই ভালো উদ্যোগ। এই বাদাবনের মানুষরা অনেকেই জানেন না নিজেদের এলাকার সঠিক তথ্য সম্পর্কে। অনেক সরকারি প্রকল্পের খোঁজও পান না। আশাকরি এই মোবাইল অ্যাপ তাঁদের উপকারে আসবে।”
সুমন সাহা