TRENDING:

হাই-টেনশন তারে চড়বড় শব্দ! জেনে নিন ঠিক কতটা ক্ষতির আশঙ্কা, না হলে বিপদ বাড়বে

Last Updated:

High tension wire: হাই-টেনশন তারের চারপাশে ‘অলটারনেটিভ কারেন্ট’ প্রবাহিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাইওয়ে দিয়ে যেতে গেলে অনেক সময়ই রাস্তায় হাই-টেনশন বিদ্যুতের তার দেখা যায়। বিশেষত বৃষ্টির সময় এই তার থেকে চড়বড় করে শব্দ হয়। তাতে অনেকেই ভয় পেয়ে যান।
advertisement

সাধারণত এই তার অনেক উঁচুতে থাকে। তবু অনেক সময় এই সব তার থেকে এক ধরনের শব্দ আমাদের কানে আসে। আমরা অনেকেই এই শব্দ শুনেছি। কিন্তু বুঝতে পারি না কেন এমন শব্দ হয়, কোথা থেকেই বা এই শব্দ বের হয়!

আরও পড়ুন- ওষুধ কিনতে লাইন দিতে হবে না দোকানে! এই ৫ অ্যাপেই হবে সমাধান

advertisement

ছোটরা প্রশ্ন করলে প্রায় কেউই বলতে পারেন না কোথা থেকে এই শব্দ তৈরি হচ্ছে। অনেকেই প্রশ্ন করেন এই শব্দ কেন হয় হাই-টেনশন তারে! এটি কি কোনও বিপদের বার্তা বহন করে! এই শব্দ থেকে কি আসলে কোনও ক্ষতি হতে পারে! কোনও হাই-টেনশন তার থেকে ঠিক কতটা দূরে রাখা উচিত মানুষের! জেনে নেওয়া যাক বিস্তারিত—

advertisement

হাই-টেনশন বিদ্যুৎবাহী তারে কেন শব্দ হয়?

একটু লক্ষ করলেই দেখা যাবে, হাই-টেনশন বিদ্যুৎবাহী তারে সব থেকে বেশি শব্দ হয় বর্ষাকালে। কেন এমন হয়?

আসলে এই শব্দের পিছনে সবচেয়ে বড় বিদ্যুৎ প্রবাহ। হাই-টেনশন তারের চারপাশে ‘অলটারনেটিভ কারেন্ট’ প্রবাহিত হয়। এই ‘অল্টারনেটিভ কারেন্ট’ হাই-টেনশন তারে হাই-ভোল্টেজের প্রবাহের কারণে তৈরি হয়।

এরপর যখন বৃষ্টি নামে তখন জল পড়ে তারের মধ্যে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সেই কারণেই বাতাস ও তারের মধ্যে কম্পন হয় এবং তা থেকেই চড়বড় শব্দ হয়। এতে সাধারণত ভয়ের কোনও কারণ থাকে না। মানুষের বিপদের আশঙ্কা কমই থাকে।

advertisement

আরও পড়ুন- প্রাইম মেম্বারশিপে ৫০ শতাংশ ছাড়? পাকা খবর, আপনিও কি অ্যামাজনের এই সুবিধা পাবেন?

এতে আখেরে ক্ষতি হয় হাই-টেনশন বিদ্যুৎ তারগুলিরই। আসলে এই ভাবে ক্রমাগত কম্পনের কারণে হাই-টেনশন বিদ্যুৎ তারগুলি দুর্বল হয়ে পড়ে এবং তাদের আয়ু কমে যায়। বর্ষায় এই আশঙ্কা বেশি। কারণ যত বেশি বৃষ্টি হবে এবং আবহাওয়া যত বেশি আর্দ্রতা তৈরি হবে এবং শব্দ হতে থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

তবে সব সময়ই হাই-টেনশন তার থেকে দূরত্ব রাখাই ভাল।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হাই-টেনশন তারে চড়বড় শব্দ! জেনে নিন ঠিক কতটা ক্ষতির আশঙ্কা, না হলে বিপদ বাড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল