Amazon: প্রাইম মেম্বারশিপে ৫০ শতাংশ ছাড়? পাকা খবর, আপনিও কি অ্যামাজনের এই সুবিধা পাবেন?

Last Updated:
অ্যামাজনের প্রাইম মেম্বারশিপে এবার সরাসরি ৫০ শতাংশ ছাড়। খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে প্রাইম ডে সেল, সেই উপলক্ষ্যে প্রাইম মেম্বারের সংখ্য়া বাড়ানোর জন্যই মূলত এই পদক্ষেপ প্রতিষ্ঠানের।
1/6
অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ যে আমাদের দফায় দফায় নানা রকমের সুবিধা দিয়ে থাকে, একথা আমরা প্রায় সকলেই অল্পবিস্তর জানি। তবে, তার সঙ্গে যে পকেট থেকে বেশ ভালমতোই একটা টাকা বেরিয়ে যায়, তাও কি আর কারও অজানা৷ 
অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ যে আমাদের দফায় দফায় নানা রকমের সুবিধা দিয়ে থাকে, একথা আমরা প্রায় সকলেই অল্পবিস্তর জানি। তবে, তার সঙ্গে যে পকেট থেকে বেশ ভালমতোই একটা টাকা বেরিয়ে যায়, তাও কি আর কারও অজানা৷ 
advertisement
2/6
দুনিয়ার দস্তুরই এই- কিছু পেতে হলে কিছু দিতেও হয়। তবে এবার অ্যামাজন যে ছাড়ের সুবিধা আমাদের দিচ্ছে, তা চোখ কপালে তুলে দেবে বইকি। কেন না, এখানে লাভের খাতায় নাম বসবে প্রাইম মেম্বারদেরই।
দুনিয়ার দস্তুরই এই- কিছু পেতে হলে কিছু দিতেও হয়। তবে এবার অ্যামাজন যে ছাড়ের সুবিধা আমাদের দিচ্ছে, তা চোখ কপালে তুলে দেবে বইকি। কেন না, এখানে লাভের খাতায় নাম বসবে প্রাইম মেম্বারদেরই।
advertisement
3/6
ঠিক কী অফার দিচ্ছে তাহলে জনপ্রিয় এই ই-কমার্স প্ল্যাটফর্ম?  বলা হচ্ছে যে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপে এবার সরাসরি ৫০ শতাংশ ছাড়। খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে প্রাইম ডে সেল, সেই উপলক্ষ্যে প্রাইম মেম্বারের সংখ্য়া বাড়ানোর জন্যই মূলত এই পদক্ষেপ প্রতিষ্ঠানের।
ঠিক কী অফার দিচ্ছে তাহলে জনপ্রিয় এই ই-কমার্স প্ল্যাটফর্ম? বলা হচ্ছে যে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপে এবার সরাসরি ৫০ শতাংশ ছাড়। খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে প্রাইম ডে সেল, সেই উপলক্ষ্যে প্রাইম মেম্বারের সংখ্য়া বাড়ানোর জন্যই মূলত এই পদক্ষেপ প্রতিষ্ঠানের।
advertisement
4/6
সে যা-ই হোক, লাভটা কিন্তু গ্রাহকের বেশি। কীরকম? নানা অফারে ঢালাও ডিসকাউন্ট, প্রোফাইল বুঝে বিশেষ ডিসকাউন্ট, ওয়ান ডে অর্থাৎ অর্ডার করার ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি- সুবিধা নয়?
সে যা-ই হোক, লাভটা কিন্তু গ্রাহকের বেশি। কীরকম? নানা অফারে ঢালাও ডিসকাউন্ট, প্রোফাইল বুঝে বিশেষ ডিসকাউন্ট, ওয়ান ডে অর্থাৎ অর্ডার করার ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি- সুবিধা নয়?
advertisement
5/6
সঙ্গে আবার রয়েছে প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক অ্যাক্সেস করার সুবিধাও, এটাও বড় কম পাওনা নয়। তবে হ্যাঁ, শর্ত রয়েছে। এই অফার যে কেউ পাবেন না। এটা দেওয়া হচ্ছে অ্যামাজনের ইয়ুথ অফারের অধীনে। অতএব, যাঁরা এখনও আইনত ইয়ুথ, তাঁরাই কেবল প্রাইম মেম্বারশিপে ৫০ শতাংশ ছাড় পাবেন। এর জন্য ভেরিফিকেশন প্রসেসের ব্যবস্থাও করেছে অ্যামাজন। রেজিস্টার করার পরে ১৫ জুলাই, ২০২৩-এর মধ্যে সব হয়ে গেলেই কেল্লা ফতে।
সঙ্গে আবার রয়েছে প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক অ্যাক্সেস করার সুবিধাও, এটাও বড় কম পাওনা নয়। তবে হ্যাঁ, শর্ত রয়েছে। এই অফার যে কেউ পাবেন না। এটা দেওয়া হচ্ছে অ্যামাজনের ইয়ুথ অফারের অধীনে। অতএব, যাঁরা এখনও আইনত ইয়ুথ, তাঁরাই কেবল প্রাইম মেম্বারশিপে ৫০ শতাংশ ছাড় পাবেন। এর জন্য ভেরিফিকেশন প্রসেসের ব্যবস্থাও করেছে অ্যামাজন। রেজিস্টার করার পরে ১৫ জুলাই, ২০২৩-এর মধ্যে সব হয়ে গেলেই কেল্লা ফতে।
advertisement
6/6
আরও একটা কথা- এই ৫০ শতাংশ ছাড়ের টাকা কিন্তু মিলবে ক্যাশব্যাক হিসেবে, ঢুকবে অ্যামাজন পে ওয়ালেটে।এই হিসেবে ২৯৯ টাকার প্ল্যানে মিলবে ১৫০ টাকার ক্যাশব্যাক, তার দাম হয়ে যাবে ১৪৯ টাকা। অন্য দিকে, ১৪৯৯ টাকার প্ল্যানে মিলবে ৭৫০ টাকার ক্যাশব্যাক, তার দাম হয়ে যাবে ৭৪৯ টাকা।
আরও একটা কথা- এই ৫০ শতাংশ ছাড়ের টাকা কিন্তু মিলবে ক্যাশব্যাক হিসেবে, ঢুকবে অ্যামাজন পে ওয়ালেটে।এই হিসেবে ২৯৯ টাকার প্ল্যানে মিলবে ১৫০ টাকার ক্যাশব্যাক, তার দাম হয়ে যাবে ১৪৯ টাকা। অন্য দিকে, ১৪৯৯ টাকার প্ল্যানে মিলবে ৭৫০ টাকার ক্যাশব্যাক, তার দাম হয়ে যাবে ৭৪৯ টাকা।
advertisement
advertisement
advertisement