TRENDING:

Smartphone: ওয়াকি-টকির মতো কাজ করে, অ্যালার্ট স্লাইডারও রয়েছে, OnePlus 13-এর এই ৫ ফিচারের কথা জানেন?

Last Updated:

ভারতের বাজারে OnePlus 13-ই প্রথম স্মার্টফোন যাতে eSIM ব্যবহারের সুবিধা পান ইউজাররা। গুগল বা অ্যাপলের স্মার্টফোনে সাধারণত ফিজিক্যাল সিম স্লটের পাশাপাশি eSIM থাকে। OnePlus 13-এ দুটি ফিজিক্যাল ন্যানো SIM স্লটের পাশাপাশি eSIM সাপোর্ট দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
OnePlus 13 নিছক একটা স্মার্টফোন নয়। এ যেন হাতের মুঠোয় প্রযুক্তির স্পন্দন। এতে রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর সঙ্গে Hasselblad টিউনড ক্যামেরা। এই দুটো ফিচারই এই মডেলের সবচেয়ে বড় শক্তি। তবে আরও কিছু চমকপ্রদ ফিচার রয়েছে। যার কারণে এই মুহূর্তে OnePlus 13 হয়ে উঠেছে ইউজারদের প্রথম পছন্দ।
OnePlus 13
OnePlus 13
advertisement

আরও পড়ুনঃ সারাদিন মোবাইলে মুখ গুঁজে থাকে সন্তান? রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছে? এই টিপস কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে

ভারতের বাজারে OnePlus 13-ই প্রথম স্মার্টফোন যাতে eSIM ব্যবহারের সুবিধা পান ইউজাররা। গুগল বা অ্যাপলের স্মার্টফোনে সাধারণত ফিজিক্যাল সিম স্লটের পাশাপাশি eSIM থাকে। OnePlus 13-এ দুটি ফিজিক্যাল ন্যানো SIM স্লটের পাশাপাশি eSIM সাপোর্ট দেওয়া হয়েছে। তবে eSIM অ্যাকটিভ করলে দ্বিতীয় ফিজিক্যাল সিম স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। সোজা কথায়, এই মডেলে একসঙ্গে সর্বাধিক দুটো সিমই ব্যবহার করতে পারবেন ইউজাররা। তবে অনেকের কাছে, সেটাই যথেষ্ট।

advertisement

স্যুইচ অফ থাকলেও OnePlus 13-কে ট্র্যাক করা যাবে। iPhone-এ এই ফিচার অনেক আগে থেকেই ছিল, এবার Android-এও চলে এল। Google-এর Find My নেটওয়ার্কে এই ফোন স্যুইচ অফ থাকলেও ট্র্যাক করতে পারবেন ইউজাররা।

ওয়াকি-টকি হিসেবেও ব্যবহার করা যাবে। OnePlus 13-এ BeanLink নামে একটি স্পেশাল ফিচার রয়েছে। এর মাধ্যমে এই ফোনটিকে ওয়াকি-টকি হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা। ইন্টারনেট ছাড়া অন্য OnePlus ও Oppo-এর স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে কল বা মেসেজ পাঠানো যাবে। যদিও নির্দিষ্ট সীমার মধ্যেই কাজ করবে। তবে ট্রেকিংয়ের সময় বা যেখানে নেটওয়ার্ক দুর্বল, সেখানে দারুণ কাজে আসবে।

advertisement

আরও পড়ুনঃ খেলেই পেট মোচড়? ওয়াক উঠছে? হজমশক্তির নড়বড়ে দশা! ৩ ঘরোয়া টোটকাতেই ফিরবে শরীরের হাল

এতে দেওয়া হয়েছে Aqua Touch 2.0 ফিচার। ফোন জলে পড়ে গেলেও কিছু হবে না। একদম আগের মতোই কাজ করবে। পাশাপাশি এতে গ্লাভস মোড-ও রয়েছে। শীতকালে বা বরফের এলাকায় গ্লাভস থেকে হাত বের করার দরকার নেই। সোজা কথায়, যে কোনও পরিস্থিতিতেই ডিসপ্লে সচল থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

OnePlus-এর আইকনিক ফিচার অ্যালার্ট স্লাইডার। OnePlus 13-এও এই ফিচার রয়েছে। ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত ফিচার এটাই। এতে স্ক্রিজন অন না করেই সাউন্ড প্রোফাইল পরিবর্তন করা যায়। ইউজারদের সুবিধা হয়। তবে সম্ভবত OnePlus 13-এর পর আর OnePlus-এর কোনও মডেলে এই ফিচার দেখা যাবে না। শোনা যাচ্ছে, আগামী মডেলগুলোতে iPhone 16-এর অ্যাকশন বাটনের মতো একটি প্রোগ্রামেবল বাটন নিয়ে আসার পরিকল্পনা করেছে কোম্পানি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: ওয়াকি-টকির মতো কাজ করে, অ্যালার্ট স্লাইডারও রয়েছে, OnePlus 13-এর এই ৫ ফিচারের কথা জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল