Parenting Tips: সারাদিন মোবাইলে মুখ গুঁজে থাকে সন্তান? রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছে? এই টিপস কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে

Last Updated:
Parenting Tips: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে গরমের তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে বাচ্চাদের বাড়ির বাইরে যেতে বারণ করছেন চিকিৎসকরা।
1/7
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে গরমের তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে বাচ্চাদের বাড়ির বাইরে যেতে বারণ করছেন চিকিৎসকরা। তাহলে গরমে মোবাইলে প্রতি আসক্তি বেড়ে যাবে বাচ্চাদের এমনটা মনে করছেন অনেক অভিভাবকরা। তবে সেদিকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে ইনডোর গেমস।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে গরমের তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে বাচ্চাদের বাড়ির বাইরে যেতে বারণ করছেন চিকিৎসকরা। তাহলে গরমে মোবাইলে প্রতি আসক্তি বেড়ে যাবে বাচ্চাদের এমনটা মনে করছেন অনেক অভিভাবকরা। তবে সেদিকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে ইনডোর গেমস।
advertisement
2/7
এমন কিছু খেলা রয়েছে যা ঘরের মধ্যে বসেই বাচ্চারা উপভোগ করতে পারবে আনন্দ ! কি কি সেই খেলা যার মধ্যে দিয়ে বাচ্চাদের ধৈর্য ও মানসিক বিকাশ বৃদ্ধি পাবে তার সঙ্গে আনন্দ পাবে তারা !
এমন কিছু খেলা রয়েছে যা ঘরের মধ্যে বসেই বাচ্চারা উপভোগ করতে পারবে আনন্দ ! কি কি সেই খেলা যার মধ্যে দিয়ে বাচ্চাদের ধৈর্য ও মানসিক বিকাশ বৃদ্ধি পাবে তার সঙ্গে আনন্দ পাবে তারা !
advertisement
3/7
সবার প্রথম খেলা যা অত্যন্ত জনপ্রিয় তাহলে ক্যারাম। একটি ক্যারাম বোর্ডের মধ্যে সাদা কালো ঘুটি সাজিয়ে একসঙ্গে চারজন মিলে খেলা যাবে এই খেলাটি। কেরাম খেলার মধ্য দিয়ে একদিকে যেমন বাচ্চারা আনন্দ পাবে ঠিক তেমনি এই খেলা বৃদ্ধি করতে সাহায্য করবে তাদের ধৈর্য।
সবার প্রথম খেলা যা অত্যন্ত জনপ্রিয় তাহলে ক্যারাম। একটি ক্যারাম বোর্ডের মধ্যে সাদা কালো ঘুটি সাজিয়ে একসঙ্গে চারজন মিলে খেলা যাবে এই খেলাটি। কেরাম খেলার মধ্য দিয়ে একদিকে যেমন বাচ্চারা আনন্দ পাবে ঠিক তেমনি এই খেলা বৃদ্ধি করতে সাহায্য করবে তাদের ধৈর্য।
advertisement
4/7
দ্বিতীয় খেলা যার নাম দাবা। গোটা বিশ্ব ব্যাপী ও অত্যন্ত জনপ্রিয় একটি ইনডোর গেম হলো দাবা। দাবা খেললে শুধুমাত্র মনোরঞ্জন হবে এমনটা নয় এই খেলা মানসিক শক্তি বিকাশ করতেও সাহায্য করবে। যা বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।
দ্বিতীয় খেলা যার নাম দাবা। গোটা বিশ্ব ব্যাপী ও অত্যন্ত জনপ্রিয় একটি ইনডোর গেম হলো দাবা। দাবা খেললে শুধুমাত্র মনোরঞ্জন হবে এমনটা নয় এই খেলা মানসিক শক্তি বিকাশ করতেও সাহায্য করবে। যা বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।
advertisement
5/7
চাইনিজ চেকার, কিছুটা বাঘ বন্দী খেলার মতন এই চাইনিজ চেকার হল একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। যেখানে একসঙ্গে বসে দুজন খেলতে পারে এই খেলা। এই খেলার মধ্যে দিয়ে ঘরে বসে অত্যন্ত আনন্দের সঙ্গে বাচ্চারা নিজেদের বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবে। একই সঙ্গে এই খেলা বুদ্ধির পরীক্ষাও করাবে
চাইনিজ চেকার, কিছুটা বাঘ বন্দী খেলার মতন এই চাইনিজ চেকার হল একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। যেখানে একসঙ্গে বসে দুজন খেলতে পারে এই খেলা। এই খেলার মধ্যে দিয়ে ঘরে বসে অত্যন্ত আনন্দের সঙ্গে বাচ্চারা নিজেদের বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবে। একই সঙ্গে এই খেলা বুদ্ধির পরীক্ষাও করাবে
advertisement
6/7
জেঙ্গা হলো ব্রিটিশ বোর্ড গেম ডিজাইনার এবং লেখক লেসলি স্কট দ্বারা তৈরি এবং হাসব্রো দ্বারা বাজারজাত করা একটি শারীরিক দক্ষতার খেলা। নামটি সোয়াহিলি শব্দ
জেঙ্গা হলো ব্রিটিশ বোর্ড গেম ডিজাইনার এবং লেখক লেসলি স্কট দ্বারা তৈরি এবং হাসব্রো দ্বারা বাজারজাত করা একটি শারীরিক দক্ষতার খেলা। নামটি সোয়াহিলি শব্দ "কুজেঙ্গা" থেকে এসেছে যার অর্থ 'নির্মাণ বা নির্মাণ'। খেলোয়াড়রা ৫৪টি ব্লক দিয়ে তৈরি একটি টাওয়ার থেকে একবারে একটি ব্লক সরিয়ে পালাক্রমে নেয়। প্রতিটি ব্লক সরিয়ে টাওয়ারের উপরে স্থাপন করা হয়, যা ক্রমশ আরও অস্থির কাঠামো তৈরি করে। টাওয়ারটি ভেঙে পড়লে খেলাটি শেষ হয়। এই খেলা ধৈর্যের পরীক্ষার সঙ্গে মানসিক শক্তি বিকাশ করতেও সাহায্য করবে বাচ্চাদের।
advertisement
7/7
একসঙ্গে অনেক বাচ্চারা এক জায়গায় থাকলে এবং যদি কোন খেলার সামগ্রী তাদের কাছে না থাকে তাহলে তাদের জন্য বেস্ট ইনডোর গেম হবে অন্তাক্ষরী বা গানের লড়াই। এতে একদিকে যেমন সংগীত চর্চার প্রতি বাচ্চাদের মন তৈরি হবে। অন্যদিকে হাতের সামনে অভিভাবকদের বাচ্চাদের সামাল দেওয়ার জন্য কোন খেলার সামগ্রী না থাকলেও এই গানের লড়াই খেলার মাধ্যমে গরমের দিনে বাচ্চাদের ঘরের মধ্যে রেখে তাদের আনন্দিত করা যাবে।
একসঙ্গে অনেক বাচ্চারা এক জায়গায় থাকলে এবং যদি কোন খেলার সামগ্রী তাদের কাছে না থাকে তাহলে তাদের জন্য বেস্ট ইনডোর গেম হবে অন্তাক্ষরী বা গানের লড়াই। এতে একদিকে যেমন সংগীত চর্চার প্রতি বাচ্চাদের মন তৈরি হবে। অন্যদিকে হাতের সামনে অভিভাবকদের বাচ্চাদের সামাল দেওয়ার জন্য কোন খেলার সামগ্রী না থাকলেও এই গানের লড়াই খেলার মাধ্যমে গরমের দিনে বাচ্চাদের ঘরের মধ্যে রেখে তাদের আনন্দিত করা যাবে।
advertisement
advertisement
advertisement