TRENDING:

Smartphone: থার্মোমিটারের দরকার নেই! জ্বর মাপবে স্মার্টফোন! ডাউনলোড করুন এই অ্যাপ!

Last Updated:

Smartphone: এই অ্যাপেই হয়ে যাবে সব সমস্যার সমাধান! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Smartphone: জ্বরে পুড়ে যাচ্ছে গা। অথচ হাতের কাছে নেই থার্মোমিটারটা। এই পরিস্থিতিতে কী করা যায়? হাতের কাছে স্মার্টফোনটা তো আছে! ব্যস! তাহলে আর থার্মোমিটারের প্রয়োজন পড়বে না। কীভাবে? আসলে তৈরি করা হয়েছে একটা অ্যাপ। যার মাধ্যমে গোটা স্মার্টফোনটাকেই একটা থার্মোমিটার বানিয়ে ফেলা যাবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি অ্যাপ বানিয়েছেন, যার নাম দেওয়া হয়েছে Fever Phone।
advertisement

Apple Watch-এ অবশ্য এই ফিচার রয়েছে। তবে অবশ্য সেটা কিন্তু খুব একটা সস্তা বিকল্প নয়। ফলে ধনী ব্যক্তিরাই কেবল সেই সুবিধা গ্রহণ করতে পারেন। তবে এই নতুন অ্যাপটির ক্ষেত্রে এমন অসুবিধার মুখে পড়তে হয় না। হাতে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই হল। ফোনে অ্যাপটি ডাউনলোড করলেই এই বিশেষ ফিচার ব্যবহার করা সম্ভব। গবেষকেরা জানিয়েছেন যে, আসলে স্মার্টফোনে এমন প্রযুক্তি ব্যবহৃত হয়, যার মাধ্যমে সহজেই থার্মোমিটারের ফিচার আনলক করা সম্ভব। স্মার্টফোনের মতো ডিভাইসে থাকে থার্মিস্টর নামে একটি সেন্সর। যা ওভারহিটিং এড়ানোর জন্য মূলত ফোন অথবা ব্যাটারির তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এই সেন্সর কীভাবে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করবে? এর জন্য গবেষকরা একটি পরীক্ষা চালিয়েছেন। এর জন্য প্লাস্টিকের ব্যাগে জল ভরে বিভিন্ন ফোনের টাচ স্ক্রিনের সংস্পর্শে আনা হয়েছে।

advertisement

আরও পড়ুন:  সব ঘরে একই রকম পাখা লাগিয়েছেন! বাড়ছে বিদ্যুতের বিল! কত বড় ভুল করছেন জানুন

গবেষকরা এই ডেটা ব্যবহার করেই মেশিন লার্নিং মডেলকে প্রশিক্ষিত করেছেন। যা Fever Phone অ্যাপ তৈরিতে সহায়তা করেছে। কিন্তু কাজ এখানেই শেষ হয়ে যাচ্ছে না। তাপমাত্রা পরিমাপের জন্য ফোনের স্ক্রিনকে অ্যাপের সেন্সরের নির্দিষ্ট একটি পয়েন্টে নিয়ে যেতে হবে। এর পর সঠিক ভাবে দেহের তাপমাত্রা পরিমাপের জন্য ফোনটিকে ৯০ সেকেন্ড মতো কপালে ঠেকিয়ে রাখতে হবে।

advertisement

আরও পড়ুন:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই গবেষণায় ৩৭ জন অংশগ্রহণ করেছিলেন। আর এই অ্যাপ তাঁদের দেহের তাপমাত্রা মোটামুটি সঠিক ভাবেই নির্ধারণ করতে সক্ষম হয়েছে। অ্যাপটি নিয়ে এখন নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে জনসাধারণের ব্যবহারের জন্য তা কবে বাজারে আনা হবে, সেটা নিয়ে এখনও জানাতে পারেননি গবেষকরা। এখন শুধু বিভিন্ন স্বাস্থ্য সংস্থার থেকে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে অ্যাপটি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: থার্মোমিটারের দরকার নেই! জ্বর মাপবে স্মার্টফোন! ডাউনলোড করুন এই অ্যাপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল