Ceiling Fan Guide: সব ঘরে একই রকম পাখা লাগিয়েছেন! বাড়ছে বিদ্যুতের বিল! কত বড় ভুল করছেন জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নতুন পাখা কেনার সময় প্রথমেই যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হল দাম।
সিলিং ফ্যান কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। দেখে নেওয়া যাক এক নজরে— দাম: নতুন পাখা কেনার সময় প্রথমেই যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হল দাম। সিলিং ফ্যান বিভিন্ন দামে পাওয়া যায়। নিজের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী একটি পাখা কিনে নেওয়া যেতে পারে। এর দাম এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
আকার: কোন সাইজের পাখা কোন ঘরের জন্য ভাল, তা বুঝে নেওয়া দরকার। পাখার আকার বায়ুপ্রবাহকে কীভাবে প্রভাবিত করে তা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পাখা যত বড় হবে, তত কম জোর ঘুরবে। তবে, এতে ঘরের ভিতরে বাতাস ছড়িয়ে পড়তে পারবে ভাল ভাবে। অন্যদিকে, ছোট পাখা হলে জোর দিয়ে ঘোরে, তাতেও ভাল ভাবে বায়ু প্রবাহিত হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
