TRENDING:

ব্যবহার বাড়ছে সিগন্যাল অ্যাপের; চ্যাট ওয়ালপেপার, স্টিকার-সহ একাধিক নতুন ফিচার আনছে সংস্থা!

Last Updated:

নিজের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন করতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিজের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন করতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।  ৮ ফেব্রুয়ারি থেকে অ্যাপটির আপডেটেড ভার্সন ব্যবহার করতে গেলে প্রত্যেককে 'agree and accept' অপশনে ক্লিক করতে হবে। না হলে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে এই অ্যাপ। এবং এই আপডেটেড ভার্সন ব্যবহার করলে ব্যবহারকারীর তথ্য সংস্থার অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে শেয়ার করা হতে পারে। এই বিষয়টি জানার পর থেকেই হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যাল অ্যাপ (Signal)-এ  ঝুঁকছে মানুষজন। যে কথা মাথায় রেখে নিজেদের অ্যাপে এবার একাধিক নতুন ফিচার আনতে চলেছে সিগন্যাল।
advertisement

গতকালের এই সংস্থার তরফে অফিসিয়াল ট্যুইটার (Twitter) হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, চ্যাট ওয়ালপেপার, অ্যানিমেটেড স্টিকার-সহ একাধিক নতুন ফিচার আনতে চলেছে তারা। সঙ্গে আনা হচ্ছে সিগন্যাল প্রোফাইলও। iOS ব্যবহারকারীদের জন্য মিডিয়া অটো ডাউনলোড সেটিং ও স্ক্রিন জুড়ে প্রোফাইল পিকচার দেখার সুবিধাও করা হচ্ছে। এই ফিচারগুলি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যেই রয়েছে।

advertisement

https://twitter.com/signalapp/status/1348785240819466242

হোয়াটসঅ্যাপের তরফে কিছুদিন আগেই জানানো হয়েছে ব্যবহারকারীর তথ্য তাদের অধীনস্থ যে কোনও সংস্থা এমনকি ফেসবুক (Facebook)-এও শেয়ার হতে পারে। এর পাশাপাশি সব সময়ে ব্যবহারকারীর লোকেশন ডেটাও ট্র্যাক করতে পারবে অ্যাপটি। তার পর থেকেই এই অ্যাপ ছেড়ে টেলিগ্রাম (Telegram) ও সিগন্যালের দিকে ঝুঁকতে শুরু করেছে মানুষজন। Tesla-র কর্ণধার এলন মাস্কও (Elon Mask) মানুষজনকে হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যাল ব্যবহার করার পরামর্শ দেন।

advertisement

এদিকে, হঠাৎ করে এত মানুষ এই অ্যাপ ব্যবহার শুরু করায় স্বাভাবিক ভাবেই এক দিকে যেমন লাভের মুখ দেখছে সংস্থা, তেমনই অন্য দিকে চাপেও তারা। কারণ অ্যাপটিতে ব্যবহারকারীদের চাহিদা মতো প্রচুর আপডেট আনা প্রয়োজন।

হোয়াটসঅ্যাপের মতোই অধিকাংশ ফিচার রয়েছে সিগন্যালে। তবে এখানে চ্যাট ব্যাক-আপের অপশন নেই। এক্ষেত্রে উপযুক্ত সম্মতি ছাড়া অন্য কাউকে সহজে গ্রুপে অ্যাড করা যায় না। পাশাপাশি ভিডিও কলেও মানুষজনকে অ্যাড করার লিমিট ছিল। এই লিমিট সম্প্রতি পাঁচ থেকে আট জন করেছে সংস্থা।

advertisement

https://twitter.com/signalapp/status/1348728450895384578

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

হোয়াটসঅ্যাপের মতো সিগন্যালও বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন যে কেউ। তবে, সিগন্যাল বা টেলিগ্রামে ব্যবহারকারীর কোনও তথ্য অন্য কোথাও শেয়ার করা হবে না। এমনকি সম্প্রতি iOS 14-এ অ্যাপ ডাউনলোড করার আগে যে প্রাইভেসি পলিসি জানানোর বিষয়টি রয়েছে, তাতেও দেখা গিয়েছে, এই দুই অ্যাপ ব্যবহারকারীর কোনও তথ্য শেয়ার করে না।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ব্যবহার বাড়ছে সিগন্যাল অ্যাপের; চ্যাট ওয়ালপেপার, স্টিকার-সহ একাধিক নতুন ফিচার আনছে সংস্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল