নাসার তরফ থেকে দাবি করা হয়েছে, বৃহস্পতির এমন তোলা ছবি এর আগে কখনই প্রতক্ষ্য করেননি বিশ্ববাসী। সম্প্রতি ব্ল্যাকহোলের জন্ম-মৃত্যু ও তারা জন্ম-মৃত্যুর এক অনবদ্য ছবি প্রকাশ করেছিল এই টেলিস্কোপটি। বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল সেই তারাদের ছবি। তার পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে এই গ্রহ আসলে সৌরজগতের নানারকম উপাদানকে প্রতক্ষ্য করতে শুরু করেছে। বৃহস্পতি সেই তালিকারই অংশ।
advertisement
আরও পড়ুন: তৈরি ব্লু প্রিন্ট! দুর্নীতি আন্দোলনের আঁচ এবার দিল্লিতেও! তুমুল তৎপর গেরুয়া শিবির
দেখা যাচ্ছে, এই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটিকে। পাশাপাশি, দেখা যাচ্ছে সেই বিশেষ আকারের গ্রেট রেড স্পটও। ছবিতে সাদাকালোয় ধরা দিয়েছে গ্রহটি। দেখলে মনে হচ্ছে যেন এই গ্রহে যেন কেই সাদা ও কালোর নানা শেডের তুলি দিয়ে যত্নে এঁকেছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই টেলিস্কোপের ছবিগুলো নতুন করে সৌরজগত সম্পর্কে ধারণা তৈরি করতে সাহায্য করবে। তুলে ধরবে অনেক নতুন নতুন তথ্যের ভাণ্ডার। সে গ্রহের বায়ুমণ্ডলে ঠিক কী ধরনের গ্যাস রয়েছে, সেগুলি ক্রিয়া-প্রতিক্রিয়া কী রয়েছে, সেই বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে এই ছবিগুলি বিশ্লেষণ করে। এর আগে তারার ছবি তুলেও চমকে দিয়েছিল এই জেমস ওয়েব টেলিস্কোপ। সেখানেও তারার ছবি থেকে নক্ষত্র মণ্ডল সম্পর্কে অনেক ধারণা বিজ্ঞানীরা পাবেন, তেমনই মনে করা হচ্ছে।
