TRENDING:

১৩ হাজারের স্যামসং ফোন, এবার মাত্র ৩ হাজারে ! কীভাবে?

Last Updated:

এবার তাহলে পুজোর গিফটের তালিকায় অনায়েসে ঢুকিয়ে নিতে পারেন স্যামসং স্মার্টফোনকেও ৷ কারণ, এত সস্তায় স্যামসঙের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার তাহলে পুজোর গিফটের তালিকায় অনায়েসে ঢুকিয়ে নিতে পারেন স্যামসং স্মার্টফোনকেও ৷ কারণ, এত সস্তায় স্যামসঙের অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যাবে তা কেউ আগে ভাবতেই পারেনি ৷ তাও আবার একেবারে শোরুম থেকে বের হওয়া, কোনও রকম সেকেন্ড হ্যান্ড ফোন নয় ! ভাবছেন কোথায় পাবেন এই সব৷ সবুর করুন ৷ রয়েছে খবর ৷
advertisement

বাজারে স্যামসং J5 (2016)-এর দাম যাই হোক না কেন? অনলাইন বিপনণ সংস্থা ফ্লিপকার্টে কিন্তু দিতে চলেছে দারুণ ডিসকাউন্ট ৷ প্রত্যেকটি স্যামসং গ্যালাক্সির ওপর থাকছে দারুণ ডিসকাউন্ট ৷ এমনকী, ৯ হাজার টাকার দামের ফোন মিলবে মাত্র ৩ হাজার টাকায় ৷ ডিসকাউন্ট রয়েছেন স্যামসঙের অন্যান্য দামী ফোনেও ৷

তবে ফ্লিপকার্ট জানিয়েছে, এই অফারটা শুধুমাত্র একসেঞ্জ অফার৷ আপনার পুরনো ফোন দিয়েই পাবেন এই ছাড়ের সুবিধা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

একসেঞ্জ অফারের ক্ষেত্রে আপনার পুরনো ফোনের IMEI নম্বর ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করতে হবে ৷ তারপর ফ্লিপকার্ট আপনার ফোনের নিলাম করবে ৷ সেই নিলামের ওপরই ঠিক হবে, নতুন ফোনে আপনি কতটা ডিসকাউন্ট পেতে চলেছেন ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১৩ হাজারের স্যামসং ফোন, এবার মাত্র ৩ হাজারে ! কীভাবে?