আর ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। নতুন Galaxy F56 5G স্মার্টফোনের জন্য ৬ বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। আর এই হ্যান্ডসেটে থাকবে ৫০০০mAh ব্যাটারি।
আরও পড়ুন: বারবার প্রস্রাবের বেগ? মুত্রের রং…এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান! দানা বাঁধছে কিডনি স্টোন
advertisement
ভারতে Samsung Galaxy F56 5G-র দাম:
নতুন Samsung Galaxy F56 5G ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫৯৯৯ টাকা। আবার অন্যদিকে ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৮৯৯৯ টাকা। এটাই স্টার্টিং প্রাইস। এর মধ্যে অবশ্য ব্যাঙ্ক অফারও অন্তর্ভুক্ত। সবুজ এবং বেগুনি এই দু’টি কালার অপশনে পাওয়া যাচ্ছে এই ফোন। Samsung, Samsung Finance + এবং NBFC পার্টনারের মাধ্যমে প্রতি মাসে ১৫৫৬ টাকার ইএমআই অপশনে গ্রাহকরা পেয়ে যাবেন Samsung Galaxy F56 5G।
Samsung Galaxy F56 5G স্পেসিফিকেশন:
Android 15-এর ভিত্তি করে One UI 7 দ্বারা চালিত হয় Samsung Galaxy F56 5G। গ্রাহকরা এই ফোন কিনলে ৬ বছরের জন্য Android আপডেট এবং ৬ বছরের জন্য সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি Full HD+ Super AMOLED+ ডিসপ্লে। সঙ্গে থাকবে ১২০০ নিটস হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। Vision Booster টেকনোলজি সাপোর্ট করে এর ডিসপ্লে।
আরও পড়ুন: সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান! দু’দেশের সঙ্গে আলোচনার পর দাবি ট্রাম্পের
এই হ্যান্ডসেটের সামনে এবং পিছনে রয়েছে Corning Gorilla Glass Victus Plus কোটিং। এটি পরিচালিত হয় Exynos 1480 প্রসেসর দ্বারা। রয়েছে ৮ জিবি LPDDR5X RAM এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। F56 5G-তে রয়েছে ৭.২ এমএম থিন প্রোফাইল। ফলে দাবি করা হচ্ছে যে, সংশ্লিষ্ট সংস্থার F-series পোর্টফোলিওয় সবথেকে পাতলা স্মার্টফোন হতে চলেছে এটি।
ক্যামেরার কথা বলতে গেলে Galaxy F56 5G-তে রয়েছে OIS সাপোর্ট-সহ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা। আর সামনের দিকে রয়েছে ১২ মেগাপিক্সেল HDR সেলফি ক্যামেরা। শুধু তা-ই নয়, এই ক্যামেরা সেটআপে রয়েছে একাধিক এআই ইমেজিং ফিচার। এর মধ্যে অন্যতম হল অবজেক্ট ইরেজার এবং এডিট সাজেশনস।
রিয়ার ক্যামেরা ইউনিটে মিলবে 2x জ্যুম এবং তা ১০ বিট HDR-এ ৩০ এফপিএস-এ ৪কে ভিডিও ক্যাপচার করতে পারে। অন্যদিকে ব্যাটারির বিষয়ে কথা বলতে হলে এতে থাকবে ৫০০০mAh ব্যাটারি প্যাক। যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে Samsung-এর Knox Vault ফিচার।