TRENDING:

Jio ডাটা রিচার্জ প্ল্যান: দৈনিক ডেটার সীমা শেষ! মাত্র ১৫ টাকায় ১ জিবি ডেটা

Last Updated:

Jio prepaid plans: এক নজরে দেখে নেওয়া যাক জিও-র কী কী ডেটা ভাউচার রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Jio prepaid plans: বিপদের নানা রূপ। আর তার আধুনিকতম রূপটি বোধহয় প্রয়োজনের সময় হঠাৎ মোবাইলের ডেটা লিমিট শেষ হয়ে যাওয়া। এমন বিপদে বোধহয় আমরা প্রত্যেকেই কখনও না কখনও পড়েছি। অফিসের জরুরি মেসেজ আসতে পারে অথবা অনলাইন মিটিং আছে, এমন সময় ফুরিয়ে গেল নেট প্যাক। কিংবা কোনও ওয়েব সিরিজ দেখতে দেখতেই ভিডিও বাফার করতে শুরু করল, মেসেজ এল ফুরিয়ে আসছে ডেটা লিমিট।
advertisement

এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় করে দিচ্ছে Reliance Jio। গ্রাহকদের ইন্টারনেটের সুবিধে দিতে অ্যাক্টিভ বেস প্ল্যানের সময়সীমার মতোই ৪জি ডেটা ভাউচারের সুবিধে দেয় Jio। দৈনিক ডেটা সীমা শেষ করার ক্ষেত্রেও কিছু অতিরিক্ত ডেটা দেওয়া হয়। এই প্ল্যানগুলি ব্যবহারকারীর চালু বেস প্ল্যানগুলির মতোই সময়সীমা দেয়। প্রিপেইড প্ল্যানের মেয়াদ শেষ হলে, ডেটা অ্যাড-অন প্ল্যানও শেষ হয়ে যাবে।

advertisement

যাঁদের প্রতিদিনের ডেটার সীমা শেষ হয়ে যাওয়ার পরেও সারা রাত স্ট্রিম করা, কাজ করা বা গেম খেলার জন্য অতিরিক্ত ডেটার প্রয়োজন হয়, তাঁরা এই প্ল্যানগুলি কাজে লাগাতে পারেন৷ ব্যবহারকারীদের দৈনিক ডেটার সীমা শেষ হয়ে গেলে জিও-র ৪জি ডেটা ভাউচারগুলি অ্যাক্টিভ করা যায়।

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

advertisement

এ বারে জেনে নেওয়া যাক জিও-র ৪জি ডেটা প্যাকের বিষয়ে —

১৫ টাকার প্ল্যান:

রিলায়েন্স জিও-র এই ৪জি ডেটা ভাউচারটি বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যান। এই ভাউচারের রিচার্জে ব্যবহারকারীরা অতিরিক্ত ১জিবি পর্যন্ত ডেটা পাবেন।

২৫ টাকার প্ল্যান:

এই প্ল্যানটি ব্যবহারকারীর বেস অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যানের বৈধতার মতোই ২জিবি ডেটা অফার করে।

advertisement

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

৬১ টাকার প্ল্যান:

জিও বেস প্ল্যানের মতো একই অ্যাক্টিভ ভ্যালিডিটির সঙ্গে এই প্ল্যানটি উচ্চ গতি সম্পন্ন ৬জিবি ডেটা অফার করে।

১২১ টাকার প্ল্যান:

advertisement

এটি রিলায়েন্স জিওর সবচেয়ে ব্যয়বহুল ৪জি ডেটা ভাউচার। এই প্ল্যানটি বেস প্রিপেইড প্ল্যানের মতই অ্যাক্টিভ ভ্যালিডিটি থাকে। এটি ১২জিবি হাই-স্পিড ডেটার সুবিধে প্রদান করে।

ব্যবহারকারীরা UPI বা MyJio অ্যাপ বা www.jio.com-এ লগ ইন করে ৪জি ডেটা ভাউচারের মাধ্যমে রিচার্জ করতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে মনে রাখতে হবে, ৪জি ডেটা ভাউচারগুলি শুধুমাত্র চালু বেস প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গে সঙ্গে FUP ডেটা বৃদ্ধি করতে সাহায্য করে। এই ভাউচারগুলিতে কোনও অতিরিক্ত সুবিধা নেই৷ নির্বাচিত ৪জি ভাউচার অনুসারে ডেটা শেষ করার পরে ব্যবহারকারীরা ৬৪ Kbps গতিতে আনলিমিটেড ডেটার সুবিধে পাবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio ডাটা রিচার্জ প্ল্যান: দৈনিক ডেটার সীমা শেষ! মাত্র ১৫ টাকায় ১ জিবি ডেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল