Redmi A4-এর স্পেসিফিকেশন এবং অন্যান্য ফিচার: কয়েক সপ্তাহ আগে আইএমসি ২০২৪-এ Redmi A4-এর ডেমো মডেলটি দেখানো হয়েছিল। ফোনের পিছনে রয়েছে চকচকে গোল ক্যামেরা মডিউল। দেখতে অনেকটা Redmi A3 (4G)-এর ডিজাইনের মতোই, তবে ফিনিশিং আরও দৃষ্টিনন্দন। ফ্ল্যাট ফ্রেম, ডান পাশে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। A3 মডেলের মতো এই ফোনেও পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনের উপরে রয়েছে ৩.৫ মিমি-এর হেডফোন জ্যাক।
advertisement
আরও পড়ুন: আপনার বাইকের মাইলেজ কি কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন…খরচ মাত্র ১০০ টাকা!
ডেমোতে কালো এবং সিলভার, দুটি রঙের মডেল দেখানো হয়েছিল। অনুমান করা হচ্ছে, Redmi A4-এ ৬.৭ ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে ৯০Hz রিফ্রেশ রেট সহ দেওয়া হবে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৫০ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকছে বলে শোনা যাচ্ছে। পাওয়ারের জন্য থাকছে 5000mAh ব্যাটারি, যা 18W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে, যা A3 মডেলের 10W চার্জারের উন্নত সংস্করণ।
এছাড়া Redmi A4 5G-তে Snapdragon 4s Gen 2 চিপসেট থাকতে পারে, যা ২০২৪-এর জুলাই মাসেই সামনে এসেছিল। এই অক্টা-কোর প্রসেসর স্যামসাংয়ের 4nm আর্কিটেকচারে তৈরি, যাতে দুটি Cortex-A78 কোর রয়েছে যা সর্বাধিক 2GHz স্পিডে এবং ছয়টি Cortex-A55 কোর সর্বাধিক 1.8GHz স্পিডে চলতে পারে। অর্থাৎ LPDDR4x RAM এবং UFS 3.1 স্টোরেজের সঙ্গে মানানসই। ফোনকে পর্যাপ্ত শক্তি যোগাবে।
Redmi A4-এর দাম: আইএমসি ২০২৪-এর মঞ্চেই কোম্পানি জানিয়ে দিয়েছিল, Redmi A4 হবে তাদের প্রথম এন্ট্রি লেভেল ৫জি ফোন, যাতে Snapdragon 4s Gen 2 চিপসেট থাকবে। আর দাম হবে ১০ হাজার টাকার কম। লঞ্চের সময় আরও বিস্তারিত জানা যাবে। টেক বিশেষজ্ঞদের অনুমান, Redmi A4 সিঙ্গল কনফিগারেশনে আসবে, যাতে ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে।
পাশাপাশি Redmi Note 14 লঞ্চের পরিকল্পনাও রয়েছে কোম্পানির। ভারতে এই মডেলটি ডিসেম্বরে লঞ্চ হতে পারে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে থাকবে MediaTek Dimensity 7025 Ultra চিপসেট, 5110mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা, 6.67 ইঞ্চির 120Hz OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং Android 14-ভিত্তিক HyperOS।