TRENDING:

Poco M5: ১৩ হাজারেরও কমে আসছে Poco M5! লেদার ফিনিশ ব্যাক প্যানেল! সঙ্গে নতুন চমক!

Last Updated:

Poco M5: টিজার অনুযায়ী Poco M5 ফোনের বেশ কয়েকটি ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Poco M5 ফোনের সেই সকল ফিচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  Poco কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। Poco কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, ৫ সেপ্টেম্বর তারা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন Poco M5। Poco কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ৫ সেপ্টেম্বর বিকাল ৫.৩০-এ অনলাইনে লঞ্চ করা হবে নতুন এই ফোন। Poco কোম্পানির তরফে জানানো হয়েছে যে একটি ভার্চুয়াল অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে এই নতুন ফোন Poco M5। এই ফোনের লঞ্চ অনুষ্ঠান গ্রাহকেরা লাইভ দেখতে পাবেন অনলাইনে। সম্প্রতি Poco কোম্পানির তরফে Poco M5 ফোনের একটি টিজার লঞ্চ করা হয়েছে। সেই টিজার অনুযায়ী Poco M5 ফোনের বেশ কয়েকটি ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Poco M5 ফোনের সেই সকল ফিচার।
advertisement

Poco কোম্পানির তরফে জানানো হয়েছে যে এম সিরিজের এই ফোন তাদের সেগমেন্টের সবথেকে শক্তিশালী ফোন হতে চলেছে। Poco কোম্পানির প্রকাশ করা টিজার অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে চলেছে মিডিয়াটেক হেলিও জি৯৯ এসওসি (MediaTek Helio G99 SoC)। টিজার অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে চলেছে ডুয়াল টোন ফিনিশ এবং ফোনের পিছনে একটি বড় ক্যামেরা।

advertisement

Poco কোম্পানির টিজার অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে চলেছে ৬.৮৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি (HD + LCD) প্যানেল। টিজার অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে চলেছে ৯০ এইচজেডের (90Hz) রিফ্রেশ রেট। এছাড়াও Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

advertisement

আরও পড়ুন: রাজমিস্ত্রির কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন? না সিনেমা নয়, বাস্তব! ভাইরাল ভিডিও চমকে দেবে

Poco কোম্পানির টিজার অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে চিক লেদারে ব্যাক প্যানেল ডিজাইন। জানা গিয়েছে যে নিরাপত্তার জন্য Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। জানা গিয়েছে যে, Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে ৫০০০ এমএএইচের (mAh) ব্যাটারি। এছাড়াও Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে ৩৩ ডবলু ( 33W) ফাস্ট চার্জ। রিপোর্ট অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই এবং ব্লুটুথ কানেকটিভিটি।

advertisement

আরও পড়ুন:  পচা দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার হচ্ছে রোগীদের! ভয়াবহ কাণ্ড হাসপাতালে! জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রিপোর্ট অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও জি৯৯ এসওসি (MediaTek Helio G99 SoC)। Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ১২। এছাড়াও রিপোর্ট অনুযায়ী Poco M5 ফোনে ব্যবহার করা হতে পারে এমআইইউআই ১৩। Poco কোম্পানির তরফে এখনও Poco M5 ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু, মনে করা হচ্ছে এই ফোনটির দাম ১৩,০০০ টাকার কম হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Poco M5: ১৩ হাজারেরও কমে আসছে Poco M5! লেদার ফিনিশ ব্যাক প্যানেল! সঙ্গে নতুন চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল