Hooghly news : পচা দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার হচ্ছে রোগীদের! ভয়াবহ কাণ্ড হাসপাতালে! জানুন

Last Updated:

Hooghly news : ভয়াবহ কাণ্ড! বেসরকারি হাসপাতালে রোগীদের দেওয়া পচা খাবার। এদিকে বিল করা হচ্ছে লক্ষ লক্ষ টাকার!

#হুগলি: বেসরকারি নার্সিংহোমের রাতের খাবার থেকে বেরোচ্ছে পচা গন্ধ। খারাপ অস্বাস্থ্যকর খাবার রোগীদের খেতে দেওয়ার অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাই। তাই নিয়েই শোরগোল হাসপাতাল চত্বরে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
নিম্নমানের দুর্গন্ধযুক্ত পচা খাবার দেওয়ার এবং রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল উত্তরপাড়ার একটি বেসরকারি  নার্সিংহোমের বিরুদ্ধে। হিন্দমোটরের বাসিন্দা কুশল চক্রবর্তী গত কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ভর্তি হন উত্তরপাড়ার এই বেসরকারি নার্সিংহোমে । তার অভিযোগ যথেষ্ট পরিমাণে বিল বানালেও খাবারের গুণগতমান খুবই খারাপ। ২৮ তারিখ রাতে তাকে যে খাবার দেওয়া হয় তা কার্যত দুর্গন্ধযুক্ত পচা খাবার । তিনি তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাকে বলা হয় আর কোনও খাবার পাওয়া যাবে না, এছাড়াও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন কুশল। ফলত সারারাত না খেয়েই কাটাতে হয় তাকে।
advertisement
advertisement
গোটা বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিককে মেইল মারফত অভিযোগ জানায় রোগী ও তার পরিবার। রোগীর পরিবারের অভিযোগ, পকেটের টাকা খরচা করে মানুষ এই নার্সিংহোমে চিকিৎসা করাতে আসেন অসুস্থ অবস্থায় । আর এই নার্সিংহোমে যে ধরনের পচা খাবার রোগীদের দেওয়া হয় তাতে যে কোন সময় বিষক্রিয়া হয়ে রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।নার্সিংহোম কতৃপক্ষ অবশ্য পচা খাবার বা খারাপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। ওই বেসরকারি হাসপাতালের সুপার ডাক্তার রতন লাল সাকসেনা জানান, প্রতিদিনই রোগীদের জন্য স্বাস্থ্যকর উপায়ে রান্না করা হয়। যে খাবার বেঁচে যায় তা হাসপাতালের অন্যান্য কর্মচারীদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly news : পচা দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার হচ্ছে রোগীদের! ভয়াবহ কাণ্ড হাসপাতালে! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement