TRENDING:

দশ হাজার টাকার কমে Poco C51 ফোন! এখন না কিনলে হাত কামড়াতে হবে

Last Updated:

Poco C51: ফ্লিপকার্টে Poco C51-এর লঞ্চের দিন থাকছে আকর্ষণীয় ধামাকা অফার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Xiaomi-র সাব ব্র্যান্ড Poco তাদের নতুন ফোন ভারতে লঞ্চ করেছে। Poco ভারতে তাদের নতুন C সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে।
advertisement

Poco কোম্পানির নতুন এই বাজেট স্মার্টফোন হল Poco C51। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ১০ এপ্রিল থেকে Poco কোম্পানির নতুন এই ফোন Poco C51-এর কেনাকাটা শুরু হবে। এই দিন কোম্পানি একটি বিশেষ মূল্যে Poco C51 স্মার্টফোনটি বিক্রয় করতে চলেছে। অর্থাৎ জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে Poco C51-এর লঞ্চের দিন থাকছে আকর্ষণীয় ধামাকা অফার।

advertisement

আরও পড়ুন- আসছে আকর্ষণীয় ফিচার; সুন্দর পিচাইয়ের ঘোষণা Google Search-এ জুড়ছে AI!

Poco কোম্পানি তাদের এন্ট্রি-লেভেল C-সিরিজের একটি নতুন ফোন Poco C51 লঞ্চ করছে। এই স্মার্টফোনটিতে একটি ৬.৫২ ইঞ্চি HD+ ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিসপ্লে রয়েছে এবং এটি MediaTek Helio G৩৬ SoC দ্বারা চালিত। এই ফোনটি ডুয়াল সিম সমর্থন করে, যা Android 13 (GO Addition)-এ চলবে।

advertisement

Poco C51 ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। যার মধ্যে ৮ MP প্রাইমারি সেন্সর এবং ডেপথ সেন্সর রয়েছে। একই সঙ্গে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি ৫ MP সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে ৫,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি রয়েছে।

এই ফোনের অনবোর্ড কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে ৪G LTE, Wi-Fi, Bluetooth, GPS, একটি মাইক্রো-USB পোর্ট এবং একটি ৩.৫ mm অডিও জ্যাক। একই সঙ্গে Poco C51 ফোনে একটি অ্যাক্সিলোমিটার এবং পিছনে একটি মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

advertisement

Poco C51 ফোন দুটি ভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাবে। এর মধ্যে একটি হল পাওয়ার ব্ল্যাক এবং আরেকটি হল রয়্যাল ব্লু। Poco C51 ফোনের ৪ GB RAM এবং ৬৪ GB স্টোরেজের মডেল লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৮৪৯৯ টাকা। এই মুহূর্তে এটি ফ্লিপকার্টে 'শীঘ্রই আসছে' ট্যাগ সহ তালিকাভুক্ত করা হয়েছে। যার বিক্রয় আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে।

advertisement

আরও পড়ুন- এ বাবা! ফোনের গ্যালারি থেকে সব ফটো ডিলিট! এভাবে সহজে ফিরিয়ে আনুন সব ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লঞ্চের দিন, এই ফোনটি কোম্পানি ৭,৯৯৯ টাকার বিশেষ মূল্যে অফার করছে। এই অফারে Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে কেনাকাটা করা গ্রাহকদের জন্য ৫ শতাংশ ক্যাশব্যাক অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে, নির্দিষ্ট ব্যাঙ্কগুলির কার্ডগুলি থেকে পেমেন্টের উপর অতিরিক্ত ৭০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, এটি কেনার জন্য EMI বিকল্পগুলিও উপলব্ধ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দশ হাজার টাকার কমে Poco C51 ফোন! এখন না কিনলে হাত কামড়াতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল