এটি আসলে একটি স্মার্ট উইন্ডো ফিল্ম। যা সূর্যালোকের তীব্রতাকে শুষে নেয়। ফলে গাড়ির অন্দরের তাপমাত্রা থাকে কম। ফলে গাড়ির ভিতরে থাকা চালক এবং যাত্রীরা গরম থেকে খানিকটা হলেও স্বস্তি পান। তবে এটি ব্যবহার করার আগে এই বিষয়ে সমস্ত কিছু জেনে রাখা আবশ্যক। সেটাই আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
Photochromic Sun Film কী?
advertisement
এটা হল একটি অ্যাডভান্সড উইন্ডো ফিল্ম। যা থাকে মলিকিউলসে পরিপূর্ণ। এটি অতিবেগুনি রশ্মির সংস্পর্শে যত বার আসবে, প্রত্যেকবারই নিজেদের কাঠামোর পরিবর্তন করবে।
আরও পড়ুন- গরম যতই লাগুক, এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে যায় না কেন! জানুন কারণ…
সূর্যালোক বা রোদ যখন তীব্র হয়, তখন ফিল্মের উপর সেই রশ্মি গিয়ে পড়ে। যা এটিকে আরও আঁধারাচ্ছন্ন করে তোলে। অতিরিক্ত তাপ এবং আলোকে অবরুদ্ধ করার জন্য কাজ করে এটি। শুধু তা-ই নয়, এই ফিল্ম গাড়ির তাপ বৃদ্ধি রোধ করতে এবং কেবিনের ভেতরে যথাসম্ভব উপযুক্ত তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এই প্রযুক্তি আসলে অনেকটা ফটোক্রোমিক চশমার মতোই।
ভারতে গ্রীষ্মের মরশুমে এটি কতটা কার্যকর?
বেশিরভাগ গ্রাহকই এই ফিল্মটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন কিংবা তা ব্যবহার করেছেন। আর তাঁদের দাবি, এটি বেশ কার্যকর। তবে ভারতের উত্তর এবং মধ্য অঞ্চলে গরম যেন সমস্ত সীমা পার করে যায়। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Photochromic Sun Film। ক্লিয়ার গ্লাস বা স্বচ্ছ কাঁচের তুলনায় এটি গাড়ির অন্দরের তাপমাত্রা ৪০ থেকে ৬০ শতাংশ কমিয়ে দিতে পারে। গরমে গাড়ি চালাতে সমস্যা হয় না চালকদের। তাঁদের চোখও অবসন্ন হয় না।
এর মূল্য কত?
এই ফিল্মগুলি সাধারণত স্ট্যান্ডার্ড টিন্ট ফিল্ম হিসাবে পাওয়া যায় না। যদিও ইচ্ছুক গ্রাহকরা মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো শহরে হাই-এন্ড কার অ্যাকসেসরি স্টোরগুলিতে এটি পেয়ে যেতে পারেন। দেশ জুড়ে অথোরাইজড রিটেলারের তালিকা রয়েছে, যারা এই ফিল্ম সরবরাহ করে। এই তালিকার মধ্যে অন্যতম হল Garware, 3M, and Llumar।
সমস্ত জানলার খরচের হিসেব দেখতে গেলে হ্যাচব্যাকের জন্য এগুলি ১৫০০০ টাকা থেকে ২৫০০০ টাকার মধ্যে ইনস্টল করা যাবে। সিড্যানের ক্ষেত্রে খরচ পড়বে ২০০০০ টাকা থেকে ৩৫০০০ টাকা। আর SUV এবং MPV-র জন্য খরচ করবে ২৫০০০ টাকা থেকে ৪৫০০০ টাকা। আর যাঁদের বিলাসবহুল গাড়ি রয়েছে, তাঁদের খরচ হবে ৪০০০০ টাকার উর্ধ্বে।
ভারতে এর অনুমতি রয়েছে?
সুপ্রিম কোর্টের রায় থেকে জানা যাচ্ছে যে, স্বচ্ছতা নির্বিশেষে যে কোনও আফটারমার্কেট সান ফিল্ম অবৈধ বলে বিবেচিত হবে। সামনের দিকের জন্য ৭০ শতাংশ পর্যন্ত সর্বনিম্ন VLT এবং সাইড উইন্ডোর ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত VLT বিশিষ্ট OEM টিন্টেড গ্লাসই শুধুমাত্র ব্যবহার করা যাবে। যেহেতু ফটোক্রোমিক একটি আফটারমার্কেট অনুষঙ্গিক, তাই এটি VLT মানদণ্ড পূরণ করুক বা না করুক, এটি অবৈধ ক্ষেত্রের আওতাধীন।