এমনকী সরাসরি Wordle নাম ব্যবহার করেও একটি অন্য অ্যাপ ছাড়া হয়েছে বলে দাবি। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশেই এ সব করা হয়েছে।
কিন্তু মজার কথা হল আসল Wordle অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোরে নেই। যা আছে, তা সবই ক্লোন (clone)। ফলে তদন্তে নামতে বাধ্য হচ্ছে Apple। কারণ সংস্থার গাউডলাইনে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে অন্য কোনও অ্যাপ নাম বা ডিসাইনের প্রতিরূপ বা নকল করা কোন অ্যাপকে তাদের স্টোরে স্থান দেওয়া হবে না। ঠিক এটাই করে চলেছে এই ধরনের অ্যাপগুলি।
advertisement
আরও পড়ুন - বন্ধ হতে চলেছে Instagram-এর জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম
অ্যাপ স্টোরের রিভিউতে এমন কিছু কমেন্ট দেখা গিয়েছে যা থেকে বোঝা যায়, ক্লোন করা অ্যাপগুলির interface, colour code— সবই আসল গেমটির হুবহু এক। ফলে ব্যবহারকারীদের সহজেই বোকা বানানো যাচ্ছে। শুধু একটিই সমস্যা রয়ে গিয়েছে এই ক্লোন অ্যাপগুলির ক্ষেত্রে। আর তা হল বিজ্ঞাপন।
এ সব অ্যাপ ব্যবহার করার প্রতি মুহূর্তে বিজ্ঞাপন আসে। যা আসল অ্যাপে কখনই সম্ভব নয়।
সাধারণত Apple তাদের স্টোরের রাশ খুব শক্ত হাতে ধরে থাকে। ফলে এ ধরনের অপব্যবহার নিয়ে সংস্থা যথেষ্ট চিন্তায় রয়েছে। সূত্রের খবর, এ বছরের শুরুর দিকেই বেশ কয়েকটি Wordle ক্লোন অ্যাপকে স্টোর থেকে সরিয়েছিল Apple। কিন্তু কোনও ভাবে তারা আবার ফিরে আসতে পেরেছে।
একেবারে শুরুতে web sphere-এ গেম হিসাবে অত্মপ্রকাশ করেছিল Wordle। পরে The New York Times খেলার সত্ত্ব কিনে নেয় এবং সকলের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়। এই গেম খেলতে কোনও অর্থ দিতে হয় না।