আইফোনের ব্যবহারকারীদের উপায় -
- এ র জন্য সবার প্রথমে চেক করে নিতে হবে যে, নিজেদের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন রয়েছে কিনা।
- যদি নিজেদের আইফোনে হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন না থাকে, তা হলে আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে ডান দিকে থাকা নিজেদের প্রোফাইলে ক্লিক করতে হবে।
- এখানেই আপডেট নামের একটি অপশন পাওয়া যাবে।
advertisement
- সেই অপশনটি ক্লিক করে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। যদি নিজেদের আইফোনে আগে থেকেই হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন থাকে তাহলে সেই অপশন দেখা যাবে না।
আরও পড়ুন - চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন
- একবার হোয়াটসঅ্যাপ আপডেট হয়ে গেলে, সেটিংস অপশন খুলে প্রাইভেসি অপশনে যেতে হবে।
- প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে কনট্যাক্ট অপশন ক্লিক করতে হবে।
- কনট্যাক্ট স্ক্রিন খোলার পর বিভিন্ন ধরনের অ্যাপের লিস্ট খুলে যাবে।
- কনট্যাক্ট অপশনে সুইচ করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করতে হবে।
- এই সকল স্টেপ করার পর হোয়াটসঅ্যাপ অ্যাপে নিজেদের ফোনের সব কনট্যাক্ট দেখা যাবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের উপায় -
- অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
- এরপর প্রাইভেসি হোয়াটসঅ্যাপ অপশন খুলতে হবে।
- এরপর সেখান থেকে কনট্যাক্ট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর মেনু অপশনে গিয়ে কনট্যাক্ট পারমিশনে ক্লিক করতে হবে।
হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট সম্প্রতি যুক্ত করা ফোন নম্বর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কনট্যাক্ট লিস্টে দেখা না গেলে এই উপায়ে করতে হবে।
- নিজেদের ফোনের হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
- এরপর নিজেদের ফোনের স্ক্রিনের নিচের ডান দিকে থাকা মেসেজ লেখা বাটনে ক্লিক করতে হবে।
- এরপর ডান দিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।
- এরপর রিফ্রেশ অপশন সিলেক্ট করতে হবে।
- এরপর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট ফোনের কনট্যাক্ট দেখা যাবে।