TRENDING:

WhatsApp Payments: টাকা পাঠানো এবং রিসিভ করা দুই সহজ; কীভাবে করবেন WhatsApp-এর মাধ্যমে?

Last Updated:

Whatsapp payments: এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp পেমেন্টসের মাধ্যমে টাকা পাঠানো এবং রিসিভ করার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp চালু করেছে WhatsApp পেমেন্ট। এর মাধ্যমে সহজেই করা যাবে টাকার লেনদেন। এক নজরে দেখে নেওয়া যাক  হোয়াটসঅ্যাপ পেমেন্টসের (WhatsApp Payments) মাধ্যমে টাকা পাঠানো এবং রিসিভ করার উপায়।
advertisement

হোয়াটসঅ্যাপ পেমেন্টসের (WhatsApp Payments)  মাধ্যমে টাকা পাঠানোর উপায়

স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেই চ্যাট (Chat), যাকে টাকা পাঠাতে চান। এর পর অ্যাটাচ (Attach) অপশনে ক্লিক করে পেমেন্ট করা যাবে।

স্টেপ ২ - এর পর কন্টিনিউ (Continue) অপশনে ক্লিক করতে হবে, নিজেদের ডেবিট কার্ড (Debit Card) ইনফরমেশন ভেরিফাই করার জন্য।

advertisement

আরও পড়ুন - কম পয়সায় বড় ফায়দা, ফোনে ‘এই’ রিচার্জগুলি করলে আনলিমিটেড কল আর ৪ জিবি ডেটা!

স্টেপ ৩ - এর পর নিজেদের ডেবিট কার্ডের শেষ ৬ ডিজিট এবং এক্সপায়ারি ডেট এন্টার করতে হবে।

স্টেপ ৪ - এর পর ডান (Done) অপশনে ক্লিক করতে হবে এবং ইউপিআই পিন (UPI PIN) সেট আপ করতে হবে।

advertisement

স্টেপ ৫ - এর পর নিজেদের ফোন নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। সেটি এন্টার করতে হবে।

স্টেপ ৬ - এর পর ইউপিআই পিন সেট আপ করতে হবে এবং সেটি সাবমিট (Submit) করতে হবে।

স্টেপ ৭ - ইউপিআই সেট আপ হয়ে গেলে ডান (Done) অপশনে ক্লিক করতে হবে।

advertisement

আরও পড়ুন - WhatsApp-এর Beta ভার্সন; ডাউনলোড করা যাবে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই!

স্টেপ ৮ - এর পর ওপেন করতে হবে সেই চ্যাট, যাকে টাকা পাঠাতে চান, এর পর অ্যাটাচ অপশনে ক্লিক করে পেমেন্ট করা যাবে।

স্টেপ ৯ - এর পর যে টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্ট এন্টার করতে হবে।

advertisement

স্টেপ ১০ - এর পর ডেসক্রিপশন এন্টার করে সেন্ড (Send) অপশনে ক্লিক করতে হবে। যাকে টাকা পাঠাতে চান, তার কাছে চলে যাবে টাকা।

হোয়াটসঅ্যাপ পেমেন্টসের (WhatsApp Payments) মাধ্যমে টাকা রিসিভ করার উপায়

স্টেপ ১ - প্রথমেই অ্যাকসেপ্ট (Accept) পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ২ - এর পর অ্যাকসেপ্ট WhatsApp পেমেন্টসের টার্মস এবং প্রাইভেসি পলিসিতে ক্লিক করতে হবে।

আরও পড়ুন - মাত্র ১১,০০০ টাকা দিলেই বাড়িতে আকর্ষণীয় এই গাড়ি! চার চাকার শখ আছে নাকি?

স্টেপ ৩ - এর পর ভেরিফাই (Verify) অপশনে ক্লিক করতে হবে ভায়া এসএমএস (SMS)।

স্টেপ ৪ - এর পর ব্যাঙ্কের নামের লিস্টের থেকে নিজেদের ব্যাঙ্ক বেছে নিতে হবে।

স্টেপ ৫ - নিজেদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং যে ব্যাঙ্কের সঙ্গে নিজেদের ফোন নম্বর লিঙ্ক করানো আছে সেটি সিলেক্ট করতে হবে। এর পর সেই ব্যাঙ্কের সঙ্গে অ্যাড করাতে হবে WhatsApp পেমেন্টস।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

স্টেপ ৬ - এর পর ডান (Done) অপশনে ক্লিক করলেই হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Payments: টাকা পাঠানো এবং রিসিভ করা দুই সহজ; কীভাবে করবেন WhatsApp-এর মাধ্যমে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল