হোয়াটসঅ্যাপ পেমেন্টসের (WhatsApp Payments) মাধ্যমে টাকা পাঠানোর উপায়
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেই চ্যাট (Chat), যাকে টাকা পাঠাতে চান। এর পর অ্যাটাচ (Attach) অপশনে ক্লিক করে পেমেন্ট করা যাবে।
স্টেপ ২ - এর পর কন্টিনিউ (Continue) অপশনে ক্লিক করতে হবে, নিজেদের ডেবিট কার্ড (Debit Card) ইনফরমেশন ভেরিফাই করার জন্য।
advertisement
আরও পড়ুন - কম পয়সায় বড় ফায়দা, ফোনে ‘এই’ রিচার্জগুলি করলে আনলিমিটেড কল আর ৪ জিবি ডেটা!
স্টেপ ৩ - এর পর নিজেদের ডেবিট কার্ডের শেষ ৬ ডিজিট এবং এক্সপায়ারি ডেট এন্টার করতে হবে।
স্টেপ ৪ - এর পর ডান (Done) অপশনে ক্লিক করতে হবে এবং ইউপিআই পিন (UPI PIN) সেট আপ করতে হবে।
স্টেপ ৫ - এর পর নিজেদের ফোন নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। সেটি এন্টার করতে হবে।
স্টেপ ৬ - এর পর ইউপিআই পিন সেট আপ করতে হবে এবং সেটি সাবমিট (Submit) করতে হবে।
স্টেপ ৭ - ইউপিআই সেট আপ হয়ে গেলে ডান (Done) অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - WhatsApp-এর Beta ভার্সন; ডাউনলোড করা যাবে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই!
স্টেপ ৮ - এর পর ওপেন করতে হবে সেই চ্যাট, যাকে টাকা পাঠাতে চান, এর পর অ্যাটাচ অপশনে ক্লিক করে পেমেন্ট করা যাবে।
স্টেপ ৯ - এর পর যে টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্ট এন্টার করতে হবে।
স্টেপ ১০ - এর পর ডেসক্রিপশন এন্টার করে সেন্ড (Send) অপশনে ক্লিক করতে হবে। যাকে টাকা পাঠাতে চান, তার কাছে চলে যাবে টাকা।
হোয়াটসঅ্যাপ পেমেন্টসের (WhatsApp Payments) মাধ্যমে টাকা রিসিভ করার উপায়
স্টেপ ১ - প্রথমেই অ্যাকসেপ্ট (Accept) পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ২ - এর পর অ্যাকসেপ্ট WhatsApp পেমেন্টসের টার্মস এবং প্রাইভেসি পলিসিতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - মাত্র ১১,০০০ টাকা দিলেই বাড়িতে আকর্ষণীয় এই গাড়ি! চার চাকার শখ আছে নাকি?
স্টেপ ৩ - এর পর ভেরিফাই (Verify) অপশনে ক্লিক করতে হবে ভায়া এসএমএস (SMS)।
স্টেপ ৪ - এর পর ব্যাঙ্কের নামের লিস্টের থেকে নিজেদের ব্যাঙ্ক বেছে নিতে হবে।
স্টেপ ৫ - নিজেদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং যে ব্যাঙ্কের সঙ্গে নিজেদের ফোন নম্বর লিঙ্ক করানো আছে সেটি সিলেক্ট করতে হবে। এর পর সেই ব্যাঙ্কের সঙ্গে অ্যাড করাতে হবে WhatsApp পেমেন্টস।
স্টেপ ৬ - এর পর ডান (Done) অপশনে ক্লিক করলেই হয়ে যাবে।