TRENDING:

WhatsApp Emoji Reaction: এ বার হোয়াটসঅ্যাপেও দেওয়া যাবে ইমোজি রি-অ্যাকশন, আসছে নতুন ফিচার

Last Updated:

এই সব ইমোজির মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজের রিপ্লাইও দিতে পারবেন। সূত্রের খবর, নানা ধরনের সাতটি ইমোজির ব্যবহার করা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp Emoji Reaction:  জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp নিয়ে আসতে চলেছে নতুন ফিচার। WhatsApp-এর এই নতুন ফিচারটি হল ইমোজি রিয়েকশন (Emoji Reactions)। WhatsApp অনেক দিন ধরেই একের পর এক নতুন ফিচার লঞ্চ করে চলেছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে, তাদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য WhatsApp প্রতিনিয়ত কাজ করে চলেছে। পুরো বিশ্বে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি ব্যবহারকারীদের জন্য চালু করেছে উন্নত ভয়েস মেসেজ সার্ভিস (Voice Message Services), মাল্টি ডিভাইস বেটা মোড (Multi-Device Beta Mode), উন্নত ভিডিও ও ছবি পাঠানোর অপশন ইত্যাদি। এ বার WhatsApp তাদের অ্যাপটিকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নিয়ে আসছে এই নতুন ফিচার ইমোজি রিয়েকশন। সামনের মাসেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে WhatsApp এর নতুন ফিচার ইমোজি রিয়েকশন। এটি চালু করা হবে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ২.২২.৮.৩ এর জন্য।
advertisement

WhatsApp এর নতুন ফিচার ইমোজি রিয়েকশনের (Emoji Reactions) মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট করার সময় অনেকগুলো ইমোজির (Emoji) ব্যবহার করতে পারবেন। এই সব ইমোজির মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজের রিপ্লাইও দিতে পারবেন। সূত্রের খবর, নানা ধরনের সাতটি ইমোজির ব্যবহার করা যাবে। রিপোর্ট অনুযায়ী, WhatsApp-এর নতুন ফিচারে ইমোজি রিয়েকশন মেসেজের ডান দিকের কর্নারে থাকবে। এই রিপোর্টে বলা হয়েছে যে বাবল রিয়েকশন (Bubble Reaction)-এর ব্যাকগ্রাউন্ড কালার মেসেজের থেকে পৃথক হবে। WhatsApp-এ এখন চ্যাট বাবেলস (Chat Bubbles)-এর ব্যাকগ্রাউন্ড কালারে সবুজ (Green) এবং গাঢ় ধূসর (Deep Grey) রঙের ব্যবহার করা হয়।

advertisement

আরও পড়ুন - এক নজরে দেখে নিন WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায়

আরও পড়ুন - খুব শীঘ্রই আসছে UPI Lite, এবার অফলাইনে করা যাবে লেনদেন

এ বার WhatsApp-এ কালো রঙের Bubbles ব্যবহার করা হবে যা চ্যাট বাবল এবং ইমোজি রিয়েকশন (Emoji Reactions) বাবল-এর মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করবে। চ্যাট বাবলস-এর থেকে ইমোজি রিয়েকশন বাবলস-এর আকারও হতে পারে অনেকটাই ছোট। এই ইমোজি রিয়েকশন বাবল আবার ‘পিল শেপড ফরম্যাটে’ (Pill-Shaped Format) আসবে। এখন থেকে নতুন ইমোজি রিয়েকশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তিনটি রিয়েকশন ব্যবহার করতে পারবে। এই তিনটি রিয়েকশন হল হার্ট, লাফটার এবং ক্রাইং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

WhatsApp-এর নতুন ফিচার ইমোজি রিয়েকশন (Emoji Reactions) অ্যান্ড্রয়েড (Android) বেটা ভার্সনে চালু করা হবে আগামী মাসে। কবে থেকে এই নতুন ফিচারের সুবিধা পাওয়া যাবে তা নির্দিষ্ট ভাবে এখনও জানান হয়নি। কিন্তু মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি WhatsApp-এর ব্যবহারকারীরা এই নতুন ফিচার ইমোজি রিয়েকশনের সুবিধা পাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফিচারটিকে উন্নত করার জন্য এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Emoji Reaction: এ বার হোয়াটসঅ্যাপেও দেওয়া যাবে ইমোজি রি-অ্যাকশন, আসছে নতুন ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল