TRENDING:

WhatsApp Update: ডিজঅ্যাপিয়ারিং ফিচার না-পসন্দ? এবার দেখা যাবে অদৃশ্য মেসেজও নয়া ফিচার আনছে WhatsApp!

Last Updated:

WhatsApp Update: ইউজাররা চাইলে বিভিন্ন ধরনের ডিসঅ্যাপিয়ার মেসেজ অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ স্টোর করে রাখতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp Update:  পুরো বিশ্বেই সবথেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হল WhatsApp। মেটার (Meta) নিজস্ব প্লাটফর্ম WhatsApp ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। এবার তারা ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ দেখতে পারবে। এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেও সেটি দেখতে পারবে। কারণ WhatsApp নিয়ে আসতে চলেছে নতুন একটি সেকশন। 'কেপট মেসেজেস' (Kept Messages) নামের সেই সেকশনে ইউজাররা চাইলে বিভিন্ন ধরনের ডিসঅ্যাপিয়ার মেসেজ স্টোর করে রাখতে পারবে।
advertisement

WhatsApp ট্র্যাকার ডব্লুবেটাইনফো-র (WABetaInfo) রিপোর্ট অনুযায়ী WhatsApp নিয়ে আসতে চলেছে নতুন একটি সেকশন। এই সেকশনে ইউজাররা চাইলে বিভিন্ন ধরনের ডিসঅ্যাপিয়ার মেসেজ অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ স্টোর করে রাখতে পারবে। বর্তমানে WhatsApp-এ কোনও ধরনের মেসেজ স্টোর করে রাখা যায় না। বিশেষ করে বিভিন্ন ধরনের ডিজঅ্যাপিয়ার চ্যাট ইউজাররা চাইলে আর দেখতে পারে না। এর ফলে এখন থেকে বিভিন্ন ধরনের মেসেজ নতুন সেকশনের মাধ্যমে ইউজাররা স্টোর করে রাখতে পারবে। কাজেই সেই মেসেজ অদৃশ্য হয়ে গেলও পরবর্তীকালে ইউজাররা সেটি দেখতে পারবে।

advertisement

আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার

WhatsApp কিছুদিন আগেই ঘোষণা করেছিল তাদের নতুন একটি ফিচারের। সেই ফিচারের মাধ্যমে WhatsApp গ্রুপ অ্যাডমিনদের হাতে বেশি করে ক্ষমতা দেওয়া হয়েছিল। WhatsApp-এ নতুন ফিচারের মাধ্যমে নতুন প্রাইভেসি সেটিংস আসতে চলেছে গ্রুপ অ্যাডমিনদের হাতে। এর ফলে গ্রুপ অ্যাডমিনরা বিভিন্ন ধরনের ডিজঅ্যাপিয়ার মেসেজ স্টোর করে রাখতে পারবে। WhatsApp-এর ট্র্যাকার অনুযায়ী এই ফিচার নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। WhatsApp খুব তাড়াতাড়ি ইউজারদের জন্য চালু করে দিতে পারে এই ফিচার। কিন্তু কবে সেটি চালু করা হবে এবং বিটা টেস্টারের মাধ্যমে চালু করা হবে কি না, সেই বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি।

advertisement

আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়াও WhatsApp বেশ কিছু ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে। এর মধ্যে একটি হল অনলাইন স্টেটাস হাইড করার ফিচার। এর মাধ্যমে ইউজাররা তাদের অনলাইন স্টেটাস সবার থেকে অথবা নির্দিষ্ট কারও থেকে হাইড করে রাখতে পারবে। এছাড়া ইউজাররা চাইলেই অন্যদের থেকে তাদের লাস্ট সিন স্টেটাস লুকিয়ে রাখতে পারবে। WhatsApp এর ট্র্যাকার অনুযায়ী এই ফিচার লক্ষ্য করা গিয়েছে আইও এস ভার্সনে। এখন সেটি অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। টিপস্টারদের রিপোর্ট অনুযায়ী অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৬.১২-তে চালু হতে পারে নতুন এই ফিচার।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Update: ডিজঅ্যাপিয়ারিং ফিচার না-পসন্দ? এবার দেখা যাবে অদৃশ্য মেসেজও নয়া ফিচার আনছে WhatsApp!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল