TRENDING:

ব্যক্তিগত ছবি বা ভিডিও যদি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে? জেনে নিন কীভাবে করবেন ডিলিট

Last Updated:

পুলিশের কাছে অভিযোগ তো জানানো যেতেই পারে, কিন্তু সে পথে কাজ হতে সময় লাগতে পারে বিস্তর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিঃসন্দেহে সারা দেশ ভয়ে গুটিয়ে রয়েছে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। যে ভাবে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পেয়েছে সাইটে সাইটে, সেটা ভাবলেও গায়ে কাঁটা দেবে। এমনতর ঘটনা যে নিজের সঙ্গে হবে না তার প্রতিশ্রুতি কেই বা দিতে পারে। কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম। তাই ব্যক্তিগত ছবি বা ভিডিওর নিরাপত্তা নিয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।
advertisement

এমন অবস্থায় কী করা উচিত?

ব্যক্তিগত ছবি বা ভিডি জনসমক্ষে অনুমতি ছাড়া যদি চলে আসে ইন্টারনেটে, তেমন ঘটনায় পুলিশের কাছে অভিযোগ তো জানানো যেতেই পারে, কিন্তু সে পথে কাজ হতে সময় লাগতে পারে বিস্তর। তাই কোনও সাইটে ব্যক্তিগত ছবি বা ভিডিও অনাকাঙ্ক্ষিত ভাবে দেখতে পেলে, ওয়েবসাইটের অধিকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে সবার আগে। বেশির ভাগ ওয়েবসাইটই স্ট্রিক্ট কোম্পানি ইনফ্রিঞ্জমেন্ট পলিসি বা কঠোর প্রতিষ্ঠান লঙ্ঘন নীতিকে মেনে চলে। ফলে, তারা ব্যবস্থা নিতে বাধ্য অভইযোগ পেলে।

advertisement

আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি

কোনও সাইটের অধিকারীর যোগাযোগের ঠিকানা খুঁজে না পেলে, WHOis.net ব্যবহার করা যেতে পারে। এই সাইটের অনুসন্ধান বাক্সে যে সাইটে অনাকাঙ্ক্ষিত ছবি দেখতে পাওয়া যাচ্ছে তার ইউআরএল ঠিকানা লিখলেই, WHOis.net সাইটের অধিকারীর যোগাযোগের ঠিকানা জানিয়ে দেবে।

advertisement

গুগল সার্চ সম্বন্ধে কোনও অভিযোগ থাকলে তা জানানো যেতে পারে নিচের ঠিকানায়: https://support.google.com/websearch/troubleshooter/3111061#ts=2889054%2C2889099%2C288910T

আর কোনও ছবি কোনও ব্লগে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেলে, ব্যবহার করা যেতে পারে নিচের ঠিকানা: https://support.google.com/blogger/contact/private_info

মনে রাখা দরকার, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলিতে ছবি বা ভিডিও অপব্যবহার করা বিষয়ে রিপোর্ট করা বা অভিযোগ জানানোর ব্যবস্থা সবসময় থাকে। এমনকী অশ্লীল বা পর্ন ওয়েবসাইটেও এমন অভিযোগ জানানোর ব্যবস্থা থাকে এবং তারা দাবি করে যে অভিযোগ জানানোর ৪৮ ঘন্টার ভিতর তারা ছবি বা ভিডিও সাইট থেকে সরিয়ে দেয়।

advertisement

আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া cybercrime.gov.in-এ তো অভিযোগ জানানো যেতেই পারে। এমনকী আইনি পদক্ষেপও নেওয়া যেতে পারে। অভিযোগ জানানো যেতে পারে মহিলা আয়োগেও।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ব্যক্তিগত ছবি বা ভিডিও যদি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে? জেনে নিন কীভাবে করবেন ডিলিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল