আরও পড়ুন - আগামী মাসেই লঞ্চ হতে পারে Redmi Note 11 সিরিজ, ফাঁস দাম ও ফিচার
কেউ যদি এক মাস অথবা তার বেশি সময় ধরে গুগল অ্যাকাউন্ট (Google Account) ব্যবহার না করে তাহলে সেটি নিজে থেকেই ইনঅ্যাকটিভ হয়ে যায়। গুগলের তরফে ইউজারদের অপশন দেওয়া হয় অন্য একজনের সঙ্গে সেই অ্যাকাউন্ট এবং ডেটা (Google Data) শেয়ার করতে পারবে। এর ফলে সে মারা গেলেও সেই অ্যাকাউন্ট পুনরায় খোলা যাবে। এছাড়াও গুগলের পক্ষ থেকে ইউজারদের নির্দিষ্ট সময় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই সময়ের মধ্যে যদি ইউজাররা একবারও সেই অ্যাকাউন্ট ব্যবহার না করে তখন সেটি ইনঅ্যাকটিভ হয়ে যায়। ইউজাররা সব থেকে বেশি ১৮ মাসের সময় বেছে নিতে পারে। এর জন্য myaccount.google.com-এ গিয়ে ইনঅ্যাকটিভ (Inactive) অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ইউজাররা চাইলে তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করে রাখতে পারবে।
advertisement
আরও পড়ুন - Flipkart Big Diwali Sale: সবচেয়ে কম দামে স্পেশাল অফারে কিনুন মোটোরোলার স্মার্টফোন
গুগলের তরফে ইউজারদের অপশন দেওয়া হয় প্রায় ১০ জনকে বেছে রাখার জন্য। ইউজারদের অ্যাকাউন্ট (Google Account) ইনঅ্যাকটিভ হয়ে গেলে সেই ১০ জনের কাছে নোটিফিকেশন চলে যায়। অনেক সময় ইউজাররা তাদের পাসওয়ার্ড ভুলে গেলে এর মাধ্যমে তার অ্যাকাউন্ট আবার অ্যাকটিভ করতে পারে। ইউজাররা যদি অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ হয়ে যাওয়ার পর তাদের ডেটা ডিলিট করার অপশন বেছে নেয়, তাহলে গুগলের তরফে সমস্ত ডেটা (Google Data) ডিলিট করে দেওয়া হয়।