Flipkart Big Diwali Sale: সবচেয়ে কম দামে স্পেশাল অফারে কিনুন মোটোরোলার স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Flipkart Big Diwali Sale শুরু হবে ১৭ই অক্টোবর থেকে, তবে প্লাস মেম্বারদের জন্য ১৬ তারিখ রাত ১২টা থেকে
সম্প্রতি শেষ হয়েছিল ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) সেল। ফের একবার দীপাবলি উপলক্ষে আকর্ষণীয় সব অফার নিয়ে হাজির হচ্ছে ফ্লিপকার্ট (Flipkart)। Flipkart এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হবে ‘Big Diwali Sale’ (বিগ দিওয়ালি সেল), যা চলবে ২৩ তারিখ পর্যন্ত। তবে প্লাস মেম্বারদের জন্য ১৬ তারিখ রাত ১২টা থেকে অর্থাৎ আজ রাত থেকেই সেলটি লাইভ হবে। এই সেলে নির্বাচিত ফোনের উপর ৮০% পর্যন্ত ছাড় মিলবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) সেলে Motorola-র একাধিক জনপ্রিয় স্মার্টফোন পাওয়া যাবে অনেক সস্তায়।
advertisement
Moto G40 Fusion: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Moto G40 Fusion এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায়, যারগে ছিল দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোনে আছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যার 120Hz। এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 732G প্রসেসর। ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ - ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেলে + ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
Moto G60 : মোটোরোলার এই স্মার্টফোনকে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ১৫,৯৯৯ টাকায় এনালিস্ট করা হয়েছে। এই ফোনটির ওপর ১,০০০ টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হবে।
advertisement
Moto Edge 20 Fusion: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Motorola Edge 20 Fusion-এর বেস মডেলটি ২০,৪৯৯ টাকায় পাওয়া যাবে। ৬ জিবি র্যামের এই মডেলটি অন্য সময় ২১,৪৯৯ টাকায় বিক্রি হয়। মোটোরোলা এজ ২০ ফিউশন স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস OLED ম্যাক্স ভিশন ডিসপ্লে, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে অক্টা-কোর মিডিয়াটেক ৮০০ইউ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ - ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
advertisement
Motorola Edge 20 Pro: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Motorola Edge 20 Pro ফোনটি পাওয়া যাবে ৩৪,৯৯৯। মোটোরোলা এজ ২০ প্রো ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস, যায় রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ - ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল। সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
advertisement
Motorola Edge 20: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Motorola Edge 20 -র ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকাতে। মোটোরোলা এজ ২০ ফোনে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ ওএলইডি ম্যাক্স ভিশন ডিসপ্লে রয়েছে। এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি এসওসি ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ - ১০৮ মেগাপিক্সেলের + ৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেলের। সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।