অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড - টেলিগ্রামে ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। টেলিগ্রাম জানিয়েছে যে, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের ফিচার। এর মাধ্যমে ব্যবহার করা যাবে মাল্টি কালার গ্র্যাডিয়েন্ট ওয়ালপেপার, জেনারেটেড অ্যালগরিদম। এর মাধ্যমে সেই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড সবসময় মুভ করতে থাকবে। কেউ যখন টেলিগ্রামে মেসেজ পাঠাবেন, তখনও সেটি মুভ করবে। এই অ্যানিমেশন ডিফল্ট থিম হিসাবে যুক্ত করা যাবে। কেউ যদি আরও অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড চান, তাহলে সেটিংয়ে গিয়ে খুঁজতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের প্রথমেই খুলতে হবে টেলিগ্রাম অ্যাপ। এরপর যেতে হবে চ্যাট সেটিং অপশনে। এরপর চেঞ্জ চ্যাট ব্যাকগ্রাউন্ড অপশনে। আইওএস ইউজারদের প্রথমেই খুলতে হবে অ্যাপিয়ারেন্স এবং সেখান থেকে যেতে হবে চ্যাট ব্যাকগ্রাউন্ড অপশনে।
advertisement
আরও পড়ুন - এর লাভজনক অফার, একবার রিচার্জ করে সারা বছর কলিং, ডেটা ফ্রি!
আরও পড়ুন - WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে
ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং ব্যাকগ্রাউন্ড - ডিফল্ট অপশন কাজ না করলে ক্রিয়েট করা যাবে নিজেদের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। নিজেদের আনিমেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিজেদের পছন্দ অনুযায়ী তিনটি বা চারটি কালার বেছে নিয়ে অ্যানিমেশন আনলক করা যাবে। এছাড়াও সেখানে স্টাইলের জন্য ব্যবহার করা যাবে অপশনাল প্যাটার্ন। অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাওয়ার পরে সেই আনিমেটেড ওয়ালপেপার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে।
মেসেজ সেন্ডিং অপশন - মেসেজ সেন্ড করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের স্টিকার এবং ইমোজি। আইওএসের ক্ষেত্রে এর মাধ্যমে ব্যবহার করা যাবে অ্যাটাচমেন্ট প্যানেল এবং টেক্সট মেসেজ। এক্ষেত্রে নিজেদের ইনপুট টেক্সট বদলে যাবে মেসেজ বাবলে।
এছাড়াও আইওএস ইউজারররা টেলিগ্রাম অ্যাপের বিভিন্ন ধরনের নতুন আপ আইকন ব্যবহার করতে পারবেন। আইওএসের ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড দেখা যাবে চ্যাটের হেডার এবং ফুটার হিসাবে। এই ক্ষেত্রে ইন্টারফেসের নতুন একটি লুক দেখতে পাওয়া যাবে। আইওএসের ক্ষেত্রে দুটি নতুন গ্র্যাডিয়েন্ট অ্যাপ আইকন রয়েছে। এটি দেখা যাবে সেটিং অপশনে। সেটিং অপশনের অ্যাপিয়ারেন্সে রয়েছে ব্লু এবং ব্ল্যাক ভার্সন।