নির্দিষ্ট কয়েকটি টিভি কিনলে বিনামূল্যে পাওয়া যাবে স্মার্টফোন -
- Samsung ইন্ডিয়ার এই বিগ টিভি ফেস্টিভ্যাল সেলে, ৯৮ ইঞ্চির Neo QLED টিভি কিনলে, গ্রাহকেরা পেয়ে যাবেন একটি Galaxy S22 Ultra ফোন। এই ফোনের দাম হল ১,০৯,৯৯৯ টাকায়। এছাড়াও ৫ বছরের ওয়ারেন্টি এবং ১০ বছরের নো স্ক্রিন বার্ন ইন ওয়ার্যান্টি পাওয়া যাবে। ৮৫ এবং ৭৫ ইঞ্চির এই টিভি কিনলেও একই অফার পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
- Samsung ইন্ডিয়ার এই বিগ টিভি ফেস্টিভ্যাল সেলে, গ্রাহকেরা নির্দিষ্ট কয়েকটি টিভি কিনলে ফ্রিতে পেয়ে যাবেন Galaxy A32 ফোন। এই ফোনের দাম ২১,৪৯০ টাকা সেই নির্দিষ্ট কয়েকটি টিভি হল - QLED 8K (৬৫ ইঞ্চি), Neo QLED (৫৫,৬৫,৭৫,৮৫ ইঞ্চি), QLED (৭৫, ৮৫ ইঞ্চি), Crystal 4K UHD (৭৫, ৮৫ ইঞ্চি), Frame TV (৭৫ ইঞ্চি)
- Samsung ইন্ডিয়ার এই বিগ টিভি ফেস্টিভ্যাল সেলে, গ্রাহকেরা ৬৫ ইঞ্চির Frame TV এবং ৫৫ ইঞ্চির QLED টিভি কিনলে ফ্রিতে পেয়ে যাবে ৯,৪৯৯ টাকার Galaxy A03 ফোন।
- Samsung ইন্ডিয়ার এই বিগ টিভি ফেস্টিভ্যাল সেলে, গ্রাহকেরা ৫৫ ইঞ্চির QLED টিভি এবং ৫০ ইঞ্চির Neo QLED টিভি কিনলে বিনামূল্যে পেয়ে যাবেন ৮,৯৯০ টাকার Samsung Slim Fit Cam।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
- Samsung ইন্ডিয়ার এই বিগ টিভি ফেস্টিভ্যাল সেলে ফ্রিস্টাইল প্রজেক্টরের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ফ্রিস্টাইল ব্যাটারি বেস। যার দাম ১৩,৯০০ টাকা। এছাড়াও এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ফ্রিস্টাইল স্কিন কভার, যার দাম ২,০০০ টাকা।
ব্যাঙ্ক অফার -
Samsung ইন্ডিয়ার এই বিগ টিভি ফেস্টিভ্যাল সেলের অফার পাওয়া যাবে সমস্ত টপ রিটেল আউটলেটে এবং Samsung ইন্ডিয়ার অফিসিয়াল অনলাইন শপ, Samsung শপে। এই সেলে গ্রাহকেরা সহজ ইএমআই (EMI) পদ্ধতিতেও প্রোডাক্ট কিনতে পারবেন। ইএমআই শুরু হচ্ছে মাত্র ৯৯০ টাকা থেকে। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) এবং আরবিএল ব্যাঙ্কের (RBL Bank) মাধ্যমে গ্রাহকেরা ২০,০০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন।
Samsung ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ কনজিউমার ইলেকট্রনিক মোহনদ্বীপ সিং জানিয়েছেন, যে সকল গ্রাহকেরা বড় স্ক্রিনের টিভি পছন্দ করেন এবং ক্রয় করতে চান, তাঁদের জন্যই বিশাল এই সুযোগ নিয়ে আসা হয়েছে।