৫ সংখ্যাটি বেশিরভাগ সময়ই অন্য সমস্ত সংখ্যার মধ্যে সবচেয়ে ভাগ্যবান সংখ্যা হিসেবে পরিগণিত হয়। সাধারণত অতীত জীবনের দীর্ঘ সাধনার ফলে জন্ম তারিখে ৫ আসে। তাই জাতক সৌভাগ্য লাভ করেন ভবিষ্যৎ জীবনে উপহার হিসেবে। ৫ সংখ্যার জাতকেরা সবচেয়ে ভাগ্যবান হন। তাঁদের মধ্যে বহুমুখী প্রতিভা, সাহসী মনোভাব, মানসিক স্থিতিশীলতা, কমনীয়তা দেখা যায়। এঁরা অনেক সময়ই যশবান হয়ে থাকেন। হৃদয়ে সব সময় তারুণ্য থাকে আর সকলের মধ্যে প্রিয় হয়ে ওঠার দুর্লভ ক্ষমতা। কোনও ব্যক্তি যদি যে কোনও মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তা হলে বেশিরভাগ সময়ই ভাগ্যের চাকা তাঁর পক্ষেই ঘুরতে থাকে।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
জাতকের কর্মজীবনে স্থিতিশীলতার জন্য জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ৫ সংখ্যাটি থাকা আবশ্যিক। বেশিরভাগ সময় পাঁচের জাতকেরা খুবই আকর্ষক এবং মোহময় ব্যক্তিত্বের অধিকারী হন। তাই বেশির ভাগ সময়ই এঁদের জীবনে প্রেমজ বিবাহের ঘটনা ঘটে থাকে। প্রেমাস্পদকে নিজের মনের কথা জানাতে, প্রস্তাব দিতে এঁদের জুড়ি মেলা ভার, এ বিষয়ে এঁরা যথেষ্ট সাহসী হয়ে থাকেন। এমনকী প্রেমের বিষয়ে অভিভাবকের সঙ্গে সোজাসুজি আলোচনা করতেও কোনও দ্বিধা বোধ করেন না।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই সংখ্যার জাতকেরা সব সময় পরিবর্তনকে ইতিবাচক ভাবে গ্রহণ করেন, দুঃসাহসিক কাজেও তাঁরা আগ্রহী। কিন্তু এই কারণেই অনেক সময় পেশাগত জীবনে নানা রকম বাধার সম্মুখীন হয়ে থাকেন। ভ্রমণ পিপাসাও এঁদের জীবনের একটা দিক। অনেক সময় এই ভ্রমণ পিপাসা এবং দুঃসাহসের উচ্চগতিতে গাড়ি চালানোর দিকে ঠেলে দেয়, যা বিপদও বয়ে আনতে পারে। মনে রাখতে হবে জীবনে খানিকটা স্থৈর্য এবং ধীরতার প্রয়োজন রয়েছে। তা ছাড়া ৫-এর জাতকদের মধ্যে সহজে রোজগার করার একটা প্রবণতা থাকে। যা অনেক সময়ই অনৈতিক কাজের দিকে ঠেলে দিতে পারে। সতর্ক থাকা প্রয়োজন।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
পরিবারে বা বন্ধু মহলে যদি কোনও ৫ জাতক থেকে থাকে তাঁর থেকে সম্মান বা ভালবাসা পাওয়ার এক এবং একমাত্র উপায় হল তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া। ভারতের তাবড় সফল তারকা তাঁদের জন্মদিনে এই ৫ সংখ্যাটি বহন করেন। তাঁদের অন্যতম হলেন দীপিকা পাড়ুকোন, আয়ুষ্মান খুরানা, মণীশ মালহোত্র, ইমরান খান, বিরাট কোহলি, স্মৃতি ইরানি প্রমুখ। কেরিয়ার হিসেবে ৫-এর জাতকদের রাজনীতি, ক্রীড়া, সৌন্দর্য, সংবাদ মাধ্যম বেছে নেওয়া প্রয়োজন। অথবা সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যেতে পারে।
শুভ রং — সবুজ ও সাদা
শুভ দিন — বুধবার
কী কী করা প্রয়োজন —
১. বুধবার গণেশ পুজো করা।
২. ভগবান গণেশকে এবং গবাদি পশুকে সবুজ ঘাস নিবেদন করা।
৩. সকালে সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটা।
৪. নিজের ব্যাগে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ রাখা।
কী কী পরিহার করতে হবে—
১. আমিষ খাদ্য
২. মদ
৩. তামাক
৪. চর্মজ সামগ্রী
নতুবা, জীবন ভোগে পূর্ণ হবে এবং সৌভাগ্য সুদূর পরাহত হবে।
