অ্যান্ড্রয়েড ফোন থাকলে এবং সেই ফোনে থাকা ক্রোমের ভার্সন যদি ১০৩.০.৫০৬.৭১-এর কম হয়, তাহলে খুব দ্রুত সেই ক্রোম আপডেট করতে হবে। এর জন্য প্রথমেই ক্রোম অ্যাপ ওপেন করতে হবে। এর পর উপরের ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এর পর সেটিং অপশনে যেতে হবে এবং খুঁজে নিতে হবে লেটেস্ট ভার্সনের ক্রোম। এই ক্ষেত্রে দেখে নিতে হবে লেটেস্ট ভার্সনের ক্রোম আপডেট করা হচ্ছে কি না।
advertisement
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
এক নজরে দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রোম আপডেট করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ওপেন করতে হবে গুগল প্লে স্টোর।
স্টেপ ২ - এর পর স্ক্রিনের ডানদিকের উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এর পর ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাপ এবং ডিভাইসেসে।
স্টেপ ৪ - এর পর দেখে নিতে হবে বিভিন্ন অ্যাপের আপডেট।
স্টেপ ৫ - এবার সেখানে যদি ফোনে ক্রোম আপডেট করার অপশন না দেখায়, তাহলে ক্রোম আইকনে গিয়ে সেটি আপডেট করতে হবে।
স্টেপ ৬ - এর পর আপডেট অপশনে ক্লিক করতে হবে নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে লেটেস্ট ভার্সনের ক্রোম পাওয়ার জন্য।
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
স্টেপ ৭ - সেই আপডেট হয়ে গেলেই অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম সুরক্ষিত যে কোনও ম্যালিসিয়াস অ্যাটাক থেকে।
গুগলের তরফে লক্ষ্য করে দেখা গিয়েছে যে ক্রোমে রয়েছে কমন ভালনারেবিলিটি এবং এক্সপোজারের সমস্যা। এটি হল সিভিই ২০২২-২২৯৪। অ্যান্ড্রয়েড ফোনে এর প্রভাব খুবই মারাত্মক হতে পারে। এর ফলে যথাসম্ভব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম আপডেট করার কথা বলা হয়েছে।
