ফেসবুকের ইউজাররা পাবে টিকটকের মতো অনুভূতি -
ফেসবুকের তরফে জানানো হয়েছে যে এই পরিবর্তনের মাধ্যমে ফেসবুকের হোমস্ক্রিন টিকটকের মতো দেখতে লাগবে। সেখানে পাবলিক পোস্ট-এর জন্য আলাদা একটি ডিসপ্লে দেখা যাবে। এইখানেই এখন থেকে বেশি করে ভিডিও দেখা যাবে। এর মাধ্যমে ইউজাররা বেশি মজা পাবে।
আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার
advertisement
হোমস্ক্রিন-এর মাধ্যমে অ্যাকসেস করা যাবে কনটেন্ট ফিচার -
ফেসবুকের ইউজার এখন থেকে টিকটকের মতোই বিভিন্ন ধরনের রিল, ফিচার স্টোরি হোমস্ক্রিন-এর মাধ্যমেই অ্যাকসেস করতে পারবে। এছাড়াও ইউজাররা শর্টকাট বারের মাধ্যমে একটি নতুন ফিড দেখতে পারবে। ফেসবুক অ্যাপের সেই ফিড শর্টকাট বারের সাহায্যে পরিবর্তন করা যাবে। এটি আবার কাস্টমাইজ করা যাবে।
লেটেস্ট পোস্ট -
ক্রোনোলজি ফিড ট্যাবে ইউজারদের পছন্দের ভিডিও বেশি করে দেখা যাবে। এক্ষেত্রে ইউজারদের বন্ধুবান্ধব, পরিবার এবং ফলো করা বিভিন্ন পেজের লেটেস্ট পোস্ট এবং ভিডিও সেখানে দেখা যাবে। কিন্তু এই ট্যাবে ইউজারদের কমিউনিটি পোস্ট ফিল্টার করা হবে। এছাড়াও ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী বন্ধু-বান্ধব এবং অন্যান্যদের পোস্ট বেছে নিতে পারবে। সুতরাং এখন থেকে ফেসবুকের মেই ফিডকে নিউজ ফিড বলা যাবে না। কারণ ফেসবুক এখন থেকে নিউজ কনটেন্টে নিজেদের বিনিয়োগের ওপর জোর দেবে।
আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি
নিউজ লাইসেন্সিং ডিল -
এর আগে মেটার মিডিয়া পার্টনার ব্রাউন কর্মচারীদের জানিয়েছিলেন যে, কোম্পানির তরফ নিউজ প্রোডাক্ট কমিয়ে দেওয়া হতে চলেছে। এর মধ্যে বিভিন্ন ধরনের নিউজ ট্যাব এবং বুলেটিন নিউজলেটার প্লাটফর্ম সামিল হয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী মেটা বিগত তিন বছরে পাবলিশার্স-এর সঙ্গে হওয়া নিউজ লাইসেন্সিং ডিলের রিনিউ করেনি। কিন্তু কোম্পানি তরফে অফিসিয়ালি এখনও এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। সুতরাং ফেসবুক এখন থেকে নিউজ কনটেন্টের ওপর থেকে জোর কমিয়ে অন্যান্য বিভিন্ন কন্টেন্ট-এর উপরে বেশি করে জোর দিতে চলেছে।