উমঙ্গ (Unified Mobile Application for New-age Governance) অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। এটি চালু করেছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (Ministry of Electronics and Information Technology) এবং ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন (National self-governance Division)। এই উমঙ্গ অ্যাপের মাধ্যমে রেশন সক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। এ বার আবার চালু করা হয়েছে ‘মেরা রেশন অ্যাপ’। গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ডাউনলোড করা যাবে এই মেরা রেশন অ্যাপ।
advertisement
এক নজরে দেখে নিন মেরা রেশন অ্যাপের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে -
রেশন শপ - এই অ্যাপের মাধ্যমে জানা যাবে আপনাদের বাড়ির সামনে কোন রেশন দোকান রয়েছে। এর ফলে খুব সহজেই সেখান থেকে গিয়ে নিজেদের রেশন তোলা যাবে।
আরও পড়ুন - গরমে লোডশেডিংয়ের সঙ্গে যুঝবে ইনভার্টার! তবে কেনার যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা উচিত
ট্রানজাকশন - এই অ্যাপে নিজেদের রেশন কার্ড নম্বর দিয়ে সহজেই দেখা যাবে, শেষ ছয় মাসের ট্রানজাকশন। সুতরাং এর মাধ্যমে জেনে নেওয়া যাবে, আপনি শেষ ছয় মাসে রেশন তুলেছেন কিনা।
ব্যালেন্স চেক - এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন, আপনার রেশন কার্ডে কত পরিমাণে জিনিস দেওয়া হবে।
আরও পড়ুন - বদলে যাচ্ছে ট্যুইটার! ভিডিও থেকে ছবি পোস্টেও বিরাট বদল! নতুন নিয়ম জানুন
এক নজরে দেখে নিন ‘মেরা রেশন’ অ্যাপ ডাউনলোড করার উপায়
স্টেপ ১ - প্রথমেই গুগল প্লে স্টোর খুলে মেরা রেশন অ্যাপ নাম লিখে সার্চ করতে হবে।
স্টেপ ২ - মেরা রেশন অ্যাপ নামে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এরপর ইনস্টল করতে হবে মেরা রেশন অ্যাপ। সেই সময় নিজেদের রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে।