বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই এর চাহিদা তুঙ্গে। পরিসংখ্যান বলছে, প্রতি মাসে ১০ হাজারের বেশি ওয়াগনআর বিক্রি হয়। এতে অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। ফলে দৈনন্দিন ব্যবহারের গাড়ি হিসেবে এর জুড়ি নেই। যানজট এবং ট্রাফিকের মধ্যে ব্যবহার করাও সহজ।
১ লাখ টাকা ডাউনপেমেন্ট: মাত্র ১ লাখ টাকা ডাউনপেমেন্ট করেই বেস মডেল ওয়াগনআর এলএক্সআই এবং মারুতি ওয়াগনআর-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভ্যারিয়েন্ট ওয়াগনআর ভিএক্সআই বুক করা যায়।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
৪ ট্রিম লেভেল: মারুতি সুজুকির ওয়াগনআর মোট ১১টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর মধ্যে ৪টি ট্রিম লেভেল। যেমন এলএক্সআই, ভিএক্সআই, জেডএক্সআই এবং জেডএক্সআই+১। এগুলোর দাম ৫.৪৮ লক্ষ টাকা থেকে ৭.২০ লক্ষ টাকার মধ্যে। মারুতি ওয়াগনআর-এ লাগানো হয়েছে ১১৯৭ সিসি ইঞ্জিন, যা ৮৮.৭ বিএইচপি পর্যন্ত পাওয়ার জেনারেট করতে সক্ষম। ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশনে পাওয়া যায়। এই গাড়ির মাইলেজ পেট্রোল ভ্যারিয়েন্টের জন্য ২৫.১৯ কেএমপিএল এবং সিএনজি ভ্যারিয়েন্টের জন্য ৩৪.০৫ কিমি/কেজি। এই হ্যাচব্যাক গাড়ি চেহারা এবং বৈশিষ্ট্যের দিক থেকেও বেশ আকর্ষণীয়।
WagonR এলএক্সআই: মারুতি সুজুকি ওয়াগনআর-এর বেস মডেল ওয়াগনআর এলএক্সআই-এর এক্স শোরুম মূল্য ৫.৪৮ লক্ষ টাকা। আর অন রোড এর দাম পড়বে ৬,০১, ৪৭৩ টাকা। যদি কেউ ওয়াগনআর এলএক্সআই ভ্যারিয়েন্টকে ১ লাখ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বুক করেন (অন-রোড প্লাস প্রসেসিং ফি এবং প্রথম মাসের কিস্তি) এবং সুদের হার ৯ শতাংশ হয়, তাহলে কারদেখো ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, ৫,০১,৪৭৩ টাকা লোন পাওয়া যাবে। এরপর পরবর্তী ৫ বছরের জন্য প্রতি মাসে ১০,৪১০ টাকা ইএমআই অর্থাৎ মাসিক কিস্তি দিতে হবে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Maruti WagonR ভিএক্সআই সিএনজি: এর এক্স শোরুম মূল্য ৬.৮৬ লক্ষ টাকা। আর অন রোড দাম ৭.৬৬ লক্ষ টাকা। যদি ১ লক্ষ টাকা ডাউনপেমেন্ট করে একটি মারুতি সুজুকি ওয়াগনআর ভিএক্সআই সিএনজি ফিনান্স করা হয় (অন-রোড প্লাস প্রসেসিং ফি এবং প্রথম মাসের ইএমআই) তাহলে কারদেখো ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী ৬,৬৬, ১৭৭ টাকা লোন পাওয়া যাবে। যদি সুদের হার ৯.৮ শতাংশ হয়, তাহলে পরবর্তী ৫ বছরের জন্য প্রতি মাসে ১৪,০৮৯ টাকার মাসিক কিস্তি দিতে হবে।