TRENDING:

Windows 11 ব্যবহার করেছেন ? আর কাজে লাগবে না, আসছে নতুন কিছু

Last Updated:

Microsoft Working on Windows 12: টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft)চলতি মার্চেই নতুন পর্বের কাজ শুরু করতে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Windows 12: নতুন হয়ে ওঠা যেন আর ফুরোতেই চায় না মাইক্রোসফটের (Microsoft)। এই তো ক’দিন আগে মাইক্রোসফট নিয়ে এল উইন্ডোজ ১১ (Windows 11), এরই মধ্যে তা হয়ে গিয়েছে পুরনো। তাই আবার শুরু হয়ে যাচ্ছে উত্তরসূরী তৈরি করার কাজ।
Microsoft Could Windows 12 release so soon after Windows 11
Microsoft Could Windows 12 release so soon after Windows 11
advertisement

জানা গিয়েছে, একেবারে নতুন ডিজাইন এবং অত্যাধুনিক ফিচারে সাজিয়ে তোলা হবে পরের প্রজন্মের উইন্ডোজ ১২ (Windows 12)। মনে করা হচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট চলতি মার্চেই নতুন পর্বের কাজ শুরু করতে চলেছে। তবে কেমন হতে চলেছে নতুন উইন্ডোজ, তার ফিচার, ডিজাইন কেমন হতে পারে, তা নিয়ে এখনও কোনও রকম ইঙ্গিত মেলেনি।

advertisement

আরও পড়ুন - গেম ফ্রিক ? এই চার কৌশলে ঠিক থাকবে ডিভাইস, বাড়বে স্মার্টফোনের গেমিং পারফর্মেন্স

সূত্রের খবর উইন্ডোজ ১২ (Windows 12) এক নতুন চমক নিয়ে আসতে চলেছে, তা যেমন তার চটকদার ফিচারে তেমনই অত্যাধুনিক ডিজাইনেও। আর এই আকর্ষণেই মানুষ উইন্ডোজ আপডেট করতে বাধ্য হবেন বলে আশাবাদী সংস্থা। এক জার্মান ওয়েবসাইটের তরফে দাবি করা হয়েছে, আগের মতোই রিলিজ করবে উইন্ডোজ ১২।

advertisement

তবে মজার বিষয় হল একেবারে অন্যরকম ভাবে কাজ করবে উইন্ডোজ ১২-র অপরেটিং সিস্টেম। উইন্ডোজ ১১ (Windows 11) পর্যন্ত যে সমস্ত পার্ট কাজ করছে, তার অনেক কিছুই আর নাও থাকতে পারে নতুন প্রজন্মের এই অংশে। এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উইন্ডোজ ১২ (Windows 12) ব্যবহার করার জন্য হোম এবং প্রো ব্যবহারকারীদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকা অত্যন্ত প্রয়োজন, থাকবে মাইক্রোসফট প্লুটন সিকিওরিটি চিপ প্রভৃতি।

advertisement

আরও পড়ুন - সাবধান! অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্যবহার করেন, শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই ফিচার!

তারই পাশাপাশি, এখনকার তুলনায় TPM2.0 সিকিওর বুট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মনে করা হচ্ছে সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও অনেক বেশি ভাবছে মাইক্রোসফট।

প্রসঙ্গত, গত বছরই লঞ্চ করেছিল উইন্ডোজ ১১ (Windows 11) । গত জুন ২০২১-এ উইন্ডোজ ১১-এর ঘোষণা হলেও জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হয় ২০২১ সালের অক্টোবরে। ২০১৫ সালের জুলাই মাসে এসেছিল উইন্ডোজ ১০। উইন্ডোজ ১১ ভার্সনেই যথেষ্ট স্লিক ডিজাইন এনে চমকে দিয়েছিল মাইক্রোসফট। এতে ছিল একটি উইনিভার্সাল সার্চ ফিচার।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Windows 11 ব্যবহার করেছেন ? আর কাজে লাগবে না, আসছে নতুন কিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল