TRENDING:

International Womens Day 2022 Gift Ideas: উপহারে প্রযুক্তি, আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়জনকে দেওয়া যেতে পারে এই ৫ প্রয়োজনীয় গ্যাজেট

Last Updated:

পরিবারের মহিলাদের জন্য এই দিনে বিশেষ কিছু গ্যাজেট উপহার দিয়ে তাঁদের স্পেশাল ফিল করানো যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
International Womens Day 2022 Gift Ideas: উপহার দেওয়ার জন্য গ্যাজেটের মতো ভাল আর কিছুই বোধহয় হতে পারে না! ফুল, খাবার, জামাকাপড় অথবা কসমেটিকস্ তো সব সময়ই উপহারে দেওয়া যায়। কিন্তু উপহারে নতুনত্ব আনতে টেক গ্যাজেট খুবই ভাল বিকল্প। আসলে এখন প্রায় সমস্ত বয়সের মানুষই গ্যাজেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে উপহারে গ্যাজেটের জুড়ি মেলা ভার!
advertisement

আজ আন্তর্জাতিক নারী দিবস। পরিবারের মহিলাদের জন্য এই দিনে বিশেষ কিছু গ্যাজেট উপহার দিয়ে তাঁদের স্পেশাল ফিল করানো যেতে পারে। শুধু তা-ই নয়, এতে মহিলাদের অনেক প্রয়োজনও মিটে যাবে। কিন্তু মহিলাদের কাজে লাগতে পারে, এমন গ্যাজেট কী কী হতে পারে? এটাই বুঝে উঠতে পারেন না অনেক পুরুষ। চিন্তা নেই! মুশকিল আসান করার জন্য আমরা তো আছিই! আলোচনা করে নেওয়া যাক, পরিবারের মহিলাদের কী ধরনের গ্যাজেট উপহার দেওয়া যাতে পারে।

advertisement

ফিটনেস ট্র্যাকার:

আজকাল প্রায় প্রতিটা মানুষই স্বাস্থ্য সচেতন। তাই বাড়ির মহিলাদের ফিটনেস ব্যান্ড অথবা ট্র্যাকার উপহার দেওয়া যেতে পারে। কারণ এর মাধ্যমে নিজেদের শরীরের খেয়াল রাখা যায়। তাই এটা দারুণ উপহার হতে পারে মহিলাদের জন্য। শুধু তা-ই নয়, এতে প্রিয়জনের প্রতি খাঁটি ভালবাসাও প্রতিফলিত হবে।

আরও পড়ুন - WhatsApp Group Polls Feature: এ বার ভোটাভুটিতে জমবে WhatsApp, আসছে নতুন ফিচার

advertisement

রুম হিউমিডিফায়ার:

এমনিতেই মেয়েরা স্কিন কেয়ার সম্পর্কে একটু বেশিই সচেতন হয়ে থাকেন। জেল্লাদার ত্বকের জন্য রীতিমতো রুটিন মেনে ত্বকচর্চা করেন। আর ত্বকের যত্নের জন্য হিউমিডিফায়ারের জুড়ি মেলা ভার। কী ভাবে? হিউমিডিফায়ার স্কিনে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার জোগান দেয়, ফলে ত্বক হয় পুষ্ট। তাই এই ধরনের উপহার মহিলাদের খুবই পছন্দ হবে। আর দামও এমন কিছু বেশি নয়।

advertisement

ভিডিও ফ্রেম:

ফটো ফ্রেম উপহার হিসেবে দারুণ জনপ্রিয়। কিন্তু যেখানে আজকাল গোটা বিশ্বই প্রযুক্তির উপর নির্ভরশীল, সেখানে ফটো ফ্রেম বোধহয় একটু হলেও সেকেলে! আসলে বর্তমানে বাজারে এসে গিয়েছে ভিডিও ফটো ফ্রেম। ব্যাটারি চালিত এই ধরনের গ্যাজেটের স্ক্রিনে ভিডিও-বন্দি জীবনের সেরা মুহূর্ত সব সময়ই দেখা যাবে। শুধু বাড়িতেই নয়, অফিসে অথবা বাইরেও নিয়ে যাওয়া যেতে পারে।

advertisement

আরও পড়ুন - Top Smartphones Under Rs 30,000: ৩০ হাজারের নীচে চোখ ধাঁধানো মোবাইল, দেখে নিন তালিকা

জিপিএস ট্র্যাকার/টাইল ট্র্যাকার:

ইঁদুর দৌড়ের জীবনে আমরা হামেশাই ভুল যাই কোথায় কী রেখেছি। বিশেষ করে এটা বেশি ঘটে বাড়ির চাবির ক্ষেত্রে। আর যেহেতু আজকাল প্রতিটা মেয়েই কর্মক্ষেত্র সামলান, তাই টাইল ট্র্যাকারও খুব ভালো গিফট হতে পারে। ছোট্ট এই ডিভাইস নিজের ব্যাগ অথবা চাবির সঙ্গে লাগিয়ে রাখলে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সহজেই লোকেট করা যায়। ফলে প্রয়োজনীয় জিনিসপত্রকে খোওয়া যাওয়ার হাত থেকে বাঁচানো যায়।

হেয়ার ড্রায়ার:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমান যুগে প্রায় প্রতিটা মহিলার কাছেই হেয়ার ড্রায়ার খুবই উপযোগী। তাড়াহুড়ো করে অফিস অথবা বাইরে বেরোনোর মুহূর্তে যাতে দ্রুত চুল শুকিয়ে নেওয়া যায়, তার জন্যই হেয়ার ড্রায়ার দারুণ উপহার। পকেটের সামর্থ্যের উপর ভিত্তি করে বেসিক হেয়ার ড্রায়ারের পরিবর্তে খুবই শক্তিশালী ড্রায়ার উপহার দেওয়া যেতে পারে, যা অত্যন্ত কার্যকরও বটে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
International Womens Day 2022 Gift Ideas: উপহারে প্রযুক্তি, আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়জনকে দেওয়া যেতে পারে এই ৫ প্রয়োজনীয় গ্যাজেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল