এ জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত কোনও খাটুনি দরকার নেই। অতিরিক্ত কোনও অ্যাপও মোবাইলে ইন্সটল করতে হবে না। শুধুমাত্র এই কয়েকটি ধাপ অনুসরণ করেই পাওয়া যেতে পারে মন মতো ফল।
Instagram Story-তে কোনও ছবি আপলোড করলেই তা নিজে থেকেই ছবিটিকে ১৬:৯-এর অনুপাতে ক্রপ (Crop) করে নেয় বা কেটে নেয়। তা হলে Instagram Story-তে কোনও ছবি আপলোড করতে হলে আমাদের বড় স্ক্রিনে ছবি তুলতে হবে। প্রায় সমস্ত ধরনের স্মার্টফোনেই এমন কিছু ফিচার থাকে যার সাহায্যে বিভিন্ন অনুপাতে ছবি তোলার সুবিধা ধাকে।
advertisement
আরও পড়ুন - এর লাভজনক অফার, একবার রিচার্জ করে সারা বছর কলিং, ডেটা ফ্রি!
কী ভাবে ‘ফুল স্ক্রিন’ ছবি আপলোড করা যায়?
১. Instagram Story-তে ‘ফুল স্ক্রিন’ ছবি আপলোড করতে হলে ফোনে ছবি তোলার সময় ১৬:৯ অনুপাতের বিষয়টি মাথায় রাখতে হবে।
২. ১৬:৯-এর অনুপাতে ছবি তুলতে হলে প্রথমেই ফোনের ক্যামেরার অপশনে গিয়ে ওপরের দিকে ক্যামেরা সেটিংস অপশনে যেতে হবে।
৩. এরপর ম্যানুয়াল মোডে গিয়ে বিভিন্ন বিকল্প অপশন থেকে নির্দিষ্ট অনুপাতের ফ্রেমটি নির্বাচন করতে হবে।
৪. একবার ফ্রেম নির্বাচন হয়ে গেলে ব্যবহারকারীরা ভিউ ফাইন্ডারে বিভিন্ন অনুপাতের ফ্রেম দেখতে পাবেন।
৫. যথাযথ অনুপাতের ফ্রেমটি নির্বাচন করে নিতে হবে।
আরও পড়ুন - WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে
৬. তবে ১৬:৯ অনুপাতের ফ্রেমে ছবির মান অনেকটাই কমে যায়। এ ক্ষেত্রে কিন্তু ব্যবহারকারীরা খুব একটা ভালো মানের ছবি পাবেন না।
৭. এরপর যেমন ভাবে সব সময় ছবি আপলোড করেন সে ভাবেই আপলোড করতে হবে।
৮. এর পর দেখবেন ঠিক যতটা স্ক্রিন জুড়ে ছবিটি রয়েছে Instagram Story ঠিক সেই অনুপাতের ফ্রেমটিই আপলোড করছে।
৯. এ বার ছবিটি Instagram Story-তে আপলোড হয়ে গেলে ‘Done’ অপশনে ক্লিক করে দিলেই হল।